Posts

Showing posts from January, 2021

ব্রীজের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার থেকে দুর্গাপুর ব্যারেজে দামোদর নদের সেতুর ওপর যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =গত বছরের শেষের দিকে লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল দুর্গাপুর ব্যারেজে। কেন পুরোনো এই গেট এতদিন মেরামতি করা হয়নি তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে।  এইদিকে লকগেট ভেঙে যাওয়াতে চরম জলসঙ্কট তৈরী হয়েছিল শহর দুর্গাপুরে। পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল সেচ দফতরের আধিকারিকদের, বিড়ম্বনায় পড়েছিল রাজ্য সরকার। সেই পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এবার প্রশ্ন উঠেছিল দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের ওপর তৈরী বাঁধ নিয়ে। ৬৫বছরের পুরোনো এই সেতু, বয়েসের ভারে দুর্বল হয়েছে এই বাঁধ,গোদের ওপর বিষ ফোঁড়ার মতো রয়েছে আবার বালি মাফিয়াদের দৌরাত্ম, বাঁধ থেকে বাঁধ থেকে সরকার নির্ধারিত দুরুত্ব না মেনে এই মাফিয়ারা অবাধে তুলে নেয় বালি আর যার জেরে প্রতিনিয়ত বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ বাঁধ।  কারণ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নয় দক্ষিন ভারতের সাথে যোগযোগ রয়েছে এই বাঁধের ওপর তৈরী রাস্তা।সামনেই ভোট এতদিন কুম্ভকর্ণের ঘুমে থাকার পর নড়ে চড়ে বসলো সেচ দফতর।১লা ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে ব্রীজের স্বাস্থ্য পরীক্ষা, টানা ১৪তারিখ পর্যন্ত চলবে এই পরীক্ষা,  স্বাভাবিকভাবে

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে দুর্গাপুরে জনসভা বামফ্রন্ট ও কংগ্রেসের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =মহাত্মা গান্ধীর প্রয়ান দিবসে দুর্গাপুরে জনসভা করল বাম ও কংগ্রেস নেতৃত্ব। শহরের ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের অধীন সগরভাঙ্গা প্রগতি ময়দানের এই জনসভায় সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী, স্বপন মিত্র, স্বপন ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।  এই জনসভার মঞ্চ থেকে দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়, একই সাথে সমালোচনা করা হয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতির। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন,  তৃণমূল সরকার পাপ করেছে সর্বনাশ করেছে বাংলার, বিজেপি নয় বামফ্রন্ট কংগ্রেস জোটই একমাত্র বাংলার মানুষকে সুশাসন দিতে পারে।   জনসভার মঞ্চ থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশে বিরোধীদের কণ্ঠ চেপে ধরছে বিজেপি, দেশের উন্নয়নের চেয়ে তারা ধর্মের তাস খেলাটা শ্রেয় মনে করছে আর তার জন্যই এই সরকারের উৎখাত প্রয়োজন। 

দুই বোনের রহস্যময় মৃত্যু, আশঙ্কাজনক মা, চাঞ্চল্য দুর্গাপুরে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বছর পনেরোর শ্রাবনী বাউরি আর কুড়ি বছরের পূজা, বাবা বেশ কয়েক বছর আগে মারা যাওয়ার পর মায়ের সাথেই থাকতো দুই বোন।  দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের চাষীপাড়ার সামনে কয়লা ডিপোর কাছে একটি বাড়িতেই থাকতো এরা। শনিবার সকালে পুলিশ শ্রাবনী আর পূজার নিথর দেহ উদ্ধার করল,  সুমিত্রা বাউরি নামে বছর পয়তাল্লিশের এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়লা ডিপোতে আজ সকালে কাজে আসেনি সুমিত্রা দেবী,স্থানীয় বাসিন্দারা এরপর তার বাড়ীতে যান,  অনেক ডাকাডাকির  পরও সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেয়, এরপর পুলিশ এসে শ্রাবনী ও পূজার নিথর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়,  ঘরের মেঝেতে তখন পড়ে এই দুই জনের মা সুমিত্রা বাউরি, তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঠিক কি কারণে দুই বোনের মৃত্যু হল তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশের জালে দুই দুষ্কৃতী।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর≠ কাঁকসার বেসরকারী এক কারখানা থেকে চুরির দায়ে গ্রেপ্তার দুই। ধৃত দুই জনের নাম সঞ্জয় ঘোষাল ও কানাই চর।সোমবার ভোরে এই চুরির ঘটনা ঘটেছিল, সঞ্জয়কে বিহারের ডালটনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ  ,আর তাকে জেরা করে দুর্গাপুরের কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে কানাইকে, অভিযুক্ত সঞ্জয়ের বাড়ী কোকওভেন থানার অন্তর্গত সুকুমার নগরে আর কানাইয়ের বাড়ী একই থানারঅন্তর্গত ডিপিএল কলোনী এলাকায়।  পুলিশ ধৃত দুই জনকে জেরা করে এই অপরাধ চক্রের ৱ্যাকেটকে ধরার চেষ্টা করছে। ধৃত দুই জন ঐ বেসরকারী কারখানার নিরাপত্তারক্ষী।  কাঁকসা থানার আধিকারিক অর্ণব গুহ জানিয়েছেন, ধৃতদের জেরা করে পুলিশ আরো অনেক তথ্য পাওয়ার চেষ্টা করছে। কাঁকসা থানার পুলিশের এই সাফল্যে খুশি শিল্পপতি মহল।

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সম্ভতঃ পারিবারিক অশান্তি আর এই কারণে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা স্বামী স্ত্রীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার অধীন দুর্গাপুর ব্যারেজের দামোদর নদে।  প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় পুলিশ দুই জনের মৃতদেহ উদ্ধার করে। সৌরভ মুখার্জী ও রুম্পা সাহু মুখার্জী নামে এই দুই জন দুর্গাপুর ইস্পাত নগরীর ডেভিড হেয়ার সংলগ্ন গান্ধী নগর বস্তি এলাকার বাসিন্দা।  স্থানীয়রা জানাচ্ছেন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে স্থানীয় উদ্ধারকারী দলকে নামিয়ে উদ্ধার করে দম্পতির মৃতদেহ।  স্বামী স্ত্রী দুই জনেই কাঁকসার বামুনারাতে বেসরকারী এক হাসপাতালে কাজ করতো বলে জানা গেছে। একটি স্কুটি পুলিশ দামোদর নদের সামনে থেকে উদ্ধার করেছে।  স্কুটির নম্বরের সূত্র ধরে পুলিশ মৃত দুই জনের পরিচয় পায়। ময়না তদন্তের জন্য পুলিশ দুই জনের দেহ বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠিয়েছে।  সূত্রমাফিক জানা গেছে বছর তিনেক আগে প্রণয়ের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়েছিল সৌরভ ও রুম্পার, ঠিক কি কারণে এই মৃত্যু পুলিশী তদন্তেই সেটা জানা যাবে।

পুলিশের মানবিক এক মুখ দেখলো দুর্গাপুরের মানুষ। দুঃস্থ শিশুদের লেখাপড়ার সরঞ্জাম দিল নিউটাউনশীপ থানার পুলিশ।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=আসানসোল দুর্গাপুর পুলিশের মানবিক মুখ দেখলো দুর্গাপুরের মানুষ।  নিউটাউনশীপ থানার পুলিশ দুঃস্থ শিশুদের মধ্যে লেখাপড়ার সরঞ্জাম বিতরণ করল পুলিশ।  প্রায় পাঁচশো দুঃস্থ শিশুকে মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন থানার সামনে লেখাপড়ার সরঞ্জাম দিল নিউটাউনশীপ থানার পুলিশ,  একই সাথে মাস্ক তুলে দেওয়া হল শিশুদের হাতে। দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশের আধিকারিক বিজন সম্মাদার জানান, এই ধরণের সামাজিক দায়বদ্ধতার কাজ তারা আগামী দিনেও করতে চান, আর তাই রক্তদান থেকে বৃক্ষরোপন সবই হয় পুলিশের উদ্যোগে যাতে করে মানুষের সাথে জনসংযোগ বাড়ানো যায়।

ক্ষমতায় আসছে বিজেপি দাবী রাজু ব্যানার্জীর, স্বপ্ন দেখছে বিজেপি পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠিক রাখতে পারছেন না আর তাই যখন যা পারছেন তাই বলে ফেলছেন। দুর্গাপুরে দলীয় কর্মসূচীতে এসে মন্তব্য রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জী।  সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, বুথে বসানোর লোক পাবে না তৃণমূল, শুধু পিসি ভাইপোর দল হয়ে থাকবে তৃণমূল, এই মন্তব্য করে রাজু ব্যানার্জী দাবী করলেন বাংলায় বিজেপির সরকার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা,  আর এই সরকার সোনার বাংলা গড়ার ক্ষমতা রাখে। দুর্গাপুরে বাইক ৱ্যালিতে অংশ নেওয়ার পর রাঢ় বঙ্গের বিজেপি পর্যবেক্ষক রাজু ব্যানার্জী আসেন কোকওভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড়ে সেখানে দলীয় কর্মীদের সাথে টিভিতে দেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখেন,  এইখানেও বিজেপি নেতা রাজু ব্যানার্জী বলেন, আমরা আসছি সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন আর তাই যা পারছেন তাই বলছেন।  যদিও বিজেপি নেতার এই দাবীর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন দিবা স্বপ্ন দেখছে বিজেপি, শেষ হাসি হাসবেন মমতা বন্দ্যোপাধ্যায়,তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল।  দুর্গাপুর স্টেশন সংলগ্ন

হেলমেট না পরেই বিজেপি কর্মী সমর্থকদের বাইক ৱ্যালি দুর্গাপুরে।দর্শকের ভূমিকায় রইল পুলিশ।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সেফ লাইফ সেভ ড্রাইভের বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.এই বার্তার লক্ষ্য ছিল দুর্ঘটনার সংখ্যা কমানো, মুখ্যমন্ত্রীর এই বার্তা কাজেও লেগেছিল। পুলিশের তৎপরতাতে বাড়তে থাকা দুর্ঘটনার সংখ্যাও কমেছিল। কিন্তু শনিবার দুর্গাপুরের মানুষ যা দেখলো তাতে করে সেই পুলিশের সেই তৎপরতার ভাবমুর্তি কোথাও যেন ধাক্কা খেল।  দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান থেকে শনিবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বার্তামাফিক পরাক্রান্ত যাত্রা ছিল, বিজেপির বাইক বাহিনী শহরের বুকে দলের ঝান্ডা নিয়ে হেলমেট না পরেই বাইক ৱ্যালি করল,  কোমায় পাঠিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেফ লাইফ সেভ ড্রাইভের সেই বার্তা। আর পুলিশও ভুলে গেল তৃণমূল সুপ্রিমো হিসেবে নয় এই রাজ্যের একজন সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছিলেন।  ট্রাফিক আইন মানতে অনুরোধ করা তো দূর অস্ত শহরের বুক জুড়ে চললো হেলমেটবিহীন বাইক বাহিনী বেপরোয়া বাইক ৱ্যালি পুলিশ ছিল পুলিশের মতো। এখন এসব দেখে সাধারণ মানুষের প্রশ্ন একই ইস্যুতে তারাও ছাড় পাব

সাফল্যের চরম শিখরে ফিটনেস তন্ত্ৰা।ফিটনেস প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্তরে এক অন্য জায়গায় যেতে চলেছে ফিটনেস তন্ত্ৰা।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ইচ্ছা থাকলেও সার্মথ্য থাকেনা অনেকের। আর স্বাদ ও সাধ্যের এই দূরত্বকে এক্কেবারে কাছে এনে দিল দুর্গাপুরের তন্ত্ৰা ফিটনেস। আর্থিক ভাবে দুর্বল তাদেরকে নিয়ে জিমের প্রশিক্ষণ দিচ্ছেন সীমা দত্ত চ্যাটার্জী।৫০জনকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শহরের বুকে।  সাফল্যও এসেছে এই পথে, স্টেট টিম ন্যাশনাল বেঞ্চ প্রতিযোগিতায় সেরার শিরোপা এসেছে ফিটনেস তন্ত্ৰার মুকুটে।  সংস্থার কর্ণধার সীমা দত্ত চ্যাটার্জী জানিয়েছেন, ইচ্ছে রয়েছে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় এই প্রশিক্ষণরত মহিলাদের নিয়ে যাওয়া।

আন্তর্জাতিক স্তরে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল বেসরকারী এক সংস্থা। রেলপথে দুর্গাপুর থেকে চাল পৌঁছবে বাংলাদেশে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=আন্তর্জাতিক মানচিত্রে এবার এই শহর দুর্গাপুরের নাম জ্বলজ্বল করবে। সৌজন্যে সগরভাঙার কাছে থাকা বেসরকারী এক সংস্থা।  এই সংস্থা রেল মন্ত্রকের সহযোগিতায় দুর্গাপুর থেকে বাংলাদেশে চাল রপ্তানি করল। আর যে শুভ পর্বের উদ্বোধন হল এই শহরের মাটি থেকেই। আল্যাইড আই সিডি র ডেপুটি জেনারেল ম্যানেজার অনুশ্রী সেন জানান, বাংলাদেশে রেলপথে পৌঁছবে এই চাল, আর যেটা শহর দুর্গাপুরের মুকুটে নূতুন পালক জুড়বে।  উদ্বোধন পর্ব সেড়ে কাস্টমস আধিকারিক মনোজ রজক জানান, রেল মন্ত্রকের সহযোগিতায় এই স্বপ্ন সার্থক রূপ পেয়েছে।  সড়ক পথে রপ্তানির ক্ষেত্রে যানজট থেকে শুরু করে আরো নানা জটিলতা তৈরী হয়, রেলপথে এই জটিলতা থাকবে না বলে জানিয়েছেন আল্যায়েড আই সি ডি র ডেপুটি জেনারেল ম্যানেজার অনুশ্রী সেন।  সব মিলিয়ে গর্বের এই শহর দুর্গাপুর আন্তর্জাতিক মানচিত্রে এক নূতুন জায়গা পেল।