ব্রীজের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার থেকে দুর্গাপুর ব্যারেজে দামোদর নদের সেতুর ওপর যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =গত বছরের শেষের দিকে লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল দুর্গাপুর ব্যারেজে। কেন পুরোনো এই গেট এতদিন মেরামতি করা হয়নি তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। এইদিকে লকগেট ভেঙে যাওয়াতে চরম জলসঙ্কট তৈরী হয়েছিল শহর দুর্গাপুরে। পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল সেচ দফতরের আধিকারিকদের, বিড়ম্বনায় পড়েছিল রাজ্য সরকার। সেই পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এবার প্রশ্ন উঠেছিল দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের ওপর তৈরী বাঁধ নিয়ে।৬৫বছরের পুরোনো এই সেতু, বয়েসের ভারে দুর্বল হয়েছে এই বাঁধ,গোদের ওপর বিষ ফোঁড়ার মতো রয়েছে আবার বালি মাফিয়াদের দৌরাত্ম, বাঁধ থেকে বাঁধ থেকে সরকার নির্ধারিত দুরুত্ব না মেনে এই মাফিয়ারা অবাধে তুলে নেয় বালি আর যার জেরে প্রতিনিয়ত বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ বাঁধ। কারণ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নয় দক্ষিন ভারতের সাথে যোগযোগ রয়েছে এই বাঁধের ওপর তৈরী রাস্তা।সামনেই ভোট এতদিন কুম্ভকর্ণের ঘুমে থাকার পর নড়ে চড়ে বসলো সেচ দফতর।১লা ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে ব্রীজের স্বাস্থ্য পরীক্ষা, টানা ১৪তারিখ পর্যন্ত চলবে এই পরীক্ষা, স্বাভাবিকভাবেই সোমবার থেকে যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে এই গুরুত্বপূর্ণ ব্রিজে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই যান নিয়ন্ত্রণ, ওয়ান ওয়ে করে দেওয়া হবে পুরো ব্রীজ,১৪তারিখ পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে। সোমবার থেকেই সেচ দফতরের আধিকারিকরা ব্রীজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করবে খুঁটিয়ে দেখবেন সব দিক। কিন্তু এখন কেন?এতদিন কি ঘুমোচ্ছিল সরকার?ভোটের দোরগোড়ায় এসে রাজনীতি করছেন কেন? প্রশ্ন বিজেপি নেতা অভিজিৎ দত্তের। রাজনীতি না করে বাস্তবে আসুন পাল্টা খোঁচা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের।
Comments
Post a Comment