পুলিশের মানবিক এক মুখ দেখলো দুর্গাপুরের মানুষ। দুঃস্থ শিশুদের লেখাপড়ার সরঞ্জাম দিল নিউটাউনশীপ থানার পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=আসানসোল দুর্গাপুর পুলিশের মানবিক মুখ দেখলো দুর্গাপুরের মানুষ। নিউটাউনশীপ থানার পুলিশ দুঃস্থ শিশুদের মধ্যে লেখাপড়ার সরঞ্জাম বিতরণ করল পুলিশ। প্রায় পাঁচশো দুঃস্থ শিশুকে মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন থানার সামনে লেখাপড়ার সরঞ্জাম দিল নিউটাউনশীপ থানার পুলিশ, একই সাথে মাস্ক তুলে দেওয়া হল শিশুদের হাতে। দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশের আধিকারিক বিজন সম্মাদার জানান,এই ধরণের সামাজিক দায়বদ্ধতার কাজ তারা আগামী দিনেও করতে চান, আর তাই রক্তদান থেকে বৃক্ষরোপন সবই হয় পুলিশের উদ্যোগে যাতে করে মানুষের সাথে জনসংযোগ বাড়ানো যায়।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.