ক্ষমতায় আসছে বিজেপি দাবী রাজু ব্যানার্জীর, স্বপ্ন দেখছে বিজেপি পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠিক রাখতে পারছেন না আর তাই যখন যা পারছেন তাই বলে ফেলছেন। দুর্গাপুরে দলীয় কর্মসূচীতে এসে মন্তব্য রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জী। সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, বুথে বসানোর লোক পাবে না তৃণমূল, শুধু পিসি ভাইপোর দল হয়ে থাকবে তৃণমূল, এই মন্তব্য করে রাজু ব্যানার্জী দাবী করলেন বাংলায় বিজেপির সরকার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা, আর এই সরকার সোনার বাংলা গড়ার ক্ষমতা রাখে। দুর্গাপুরে বাইক ৱ্যালিতে অংশ নেওয়ার পর রাঢ় বঙ্গের বিজেপি পর্যবেক্ষক রাজু ব্যানার্জী আসেন কোকওভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড়ে সেখানে দলীয় কর্মীদের সাথে টিভিতে দেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখেন, এইখানেও বিজেপি নেতা রাজু ব্যানার্জী বলেন, আমরা আসছি সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন আর তাই যা পারছেন তাই বলছেন। যদিও বিজেপি নেতার এই দাবীর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন দিবা স্বপ্ন দেখছে বিজেপি, শেষ হাসি হাসবেন মমতা বন্দ্যোপাধ্যায়,তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ের কাছে বিজেপির দলীয় কর্মসূচীর মূল উদ্যোক্তা ছিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,বিজেপির এই যুব নেতা বলেন, তৃণমূল সরকার আর সরকার নেই,সরকার আর দল দুই ভাইপোর আর কতিপয় তৃণমূল নেতার হয়ে  গেছে যেখানে আই প্যাক সব সিদ্ধান্ত নেয়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.