দুই বোনের রহস্যময় মৃত্যু, আশঙ্কাজনক মা, চাঞ্চল্য দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বছর পনেরোর শ্রাবনী বাউরি আর কুড়ি বছরের পূজা, বাবা বেশ কয়েক বছর আগে মারা যাওয়ার পর মায়ের সাথেই থাকতো দুই বোন। দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের চাষীপাড়ার সামনে কয়লা ডিপোর কাছে একটি বাড়িতেই থাকতো এরা। শনিবার সকালে পুলিশ শ্রাবনী আর পূজার নিথর দেহ উদ্ধার করল, সুমিত্রা বাউরি নামে বছর পয়তাল্লিশের এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়লা ডিপোতে আজ সকালে কাজে আসেনি সুমিত্রা দেবী,স্থানীয় বাসিন্দারা এরপর তার বাড়ীতে যান, অনেক ডাকাডাকির  পরও সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেয়, এরপর পুলিশ এসে শ্রাবনী ও পূজার নিথর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়, ঘরের মেঝেতে তখন পড়ে এই দুই জনের মা সুমিত্রা বাউরি, তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঠিক কি কারণে দুই বোনের মৃত্যু হল তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.