আন্তর্জাতিক স্তরে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল বেসরকারী এক সংস্থা। রেলপথে দুর্গাপুর থেকে চাল পৌঁছবে বাংলাদেশে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=আন্তর্জাতিক মানচিত্রে এবার এই শহর দুর্গাপুরের নাম জ্বলজ্বল করবে। সৌজন্যে সগরভাঙার কাছে থাকা বেসরকারী এক সংস্থা। এই সংস্থা রেল মন্ত্রকের সহযোগিতায় দুর্গাপুর থেকে বাংলাদেশে চাল রপ্তানি করল। আর যে শুভ পর্বের উদ্বোধন হল এই শহরের মাটি থেকেই।আল্যাইড আই সিডি র ডেপুটি জেনারেল ম্যানেজার অনুশ্রী সেন জানান, বাংলাদেশে রেলপথে পৌঁছবে এই চাল, আর যেটা শহর দুর্গাপুরের মুকুটে নূতুন পালক জুড়বে। উদ্বোধন পর্ব সেড়ে কাস্টমস আধিকারিক মনোজ রজক জানান, রেল মন্ত্রকের সহযোগিতায় এই স্বপ্ন সার্থক রূপ পেয়েছে। সড়ক পথে রপ্তানির ক্ষেত্রে যানজট থেকে শুরু করে আরো নানা জটিলতা তৈরী হয়, রেলপথে এই জটিলতা থাকবে না বলে জানিয়েছেন আল্যায়েড আই সি ডি র ডেপুটি জেনারেল ম্যানেজার অনুশ্রী সেন। সব মিলিয়ে গর্বের এই শহর দুর্গাপুর আন্তর্জাতিক মানচিত্রে এক নূতুন জায়গা পেল।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.