সাফল্যের চরম শিখরে ফিটনেস তন্ত্ৰা।ফিটনেস প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্তরে এক অন্য জায়গায় যেতে চলেছে ফিটনেস তন্ত্ৰা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ইচ্ছা থাকলেও সার্মথ্য থাকেনা অনেকের। আর স্বাদ ও সাধ্যের এই দূরত্বকে এক্কেবারে কাছে এনে দিল দুর্গাপুরের তন্ত্ৰা ফিটনেস।আর্থিক ভাবে দুর্বল তাদেরকে নিয়ে জিমের প্রশিক্ষণ দিচ্ছেন সীমা দত্ত চ্যাটার্জী।৫০জনকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শহরের বুকে। সাফল্যও এসেছে এই পথে, স্টেট টিম ন্যাশনাল বেঞ্চ প্রতিযোগিতায় সেরার শিরোপা এসেছে ফিটনেস তন্ত্ৰার মুকুটে। সংস্থার কর্ণধার সীমা দত্ত চ্যাটার্জী জানিয়েছেন, ইচ্ছে রয়েছে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় এই প্রশিক্ষণরত মহিলাদের নিয়ে যাওয়া।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.