মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে দুর্গাপুরে জনসভা বামফ্রন্ট ও কংগ্রেসের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =মহাত্মা গান্ধীর প্রয়ান দিবসে দুর্গাপুরে জনসভা করল বাম ও কংগ্রেস নেতৃত্ব। শহরের ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের অধীন সগরভাঙ্গা প্রগতি ময়দানের এই জনসভায় সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী, স্বপন মিত্র, স্বপন ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। এই জনসভার মঞ্চ থেকে দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়, একই সাথে সমালোচনা করা হয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতির। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, তৃণমূল সরকার পাপ করেছে সর্বনাশ করেছে বাংলার, বিজেপি নয় বামফ্রন্ট কংগ্রেস জোটই একমাত্র বাংলার মানুষকে সুশাসন দিতে পারে।  জনসভার মঞ্চ থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশে বিরোধীদের কণ্ঠ চেপে ধরছে বিজেপি, দেশের উন্নয়নের চেয়ে তারা ধর্মের তাস খেলাটা শ্রেয় মনে করছে আর তার জন্যই এই সরকারের উৎখাত প্রয়োজন। 

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.