Posts

Showing posts from August, 2020

দুর্গাপুরের পানাগড়ে পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সকালে কাঁকসা থানার পানাগড় বাইপাসের সোয়াই মোড়ের কাছে দুই নম্বর জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর. মৃতের পরিচয় এখনও জানা যায়নি.এইদিন সকালে  নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক  গার্ডওয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যায় ঐ বাইক আরোহী. দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে. দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন রাস্তায় যানজট তৈরী হলে পুলিশ এসে মুক্ত করে জাতীয় সড়কের যানজট.

চিকিৎসায় গাফিলতিতে রুগী মৃত্যুর অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে. মৃতের পরিবারের বিক্ষোভ হাসপাতাল চত্বরে, ঘটনাস্থলে পুলিশ.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=চিকিৎসায় গাফিলতির অভিযোগে রুগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা দুর্গাপুরের শোভাপুরের কাছে এক বেসরকারী হাসপাতাল চত্বরে. পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে. মৃতের নাম ভাসো পাসোয়ান. গত তেইশে অগাস্ট মাথায় রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে পান্ডবেশ্বরের হরিপুরের বাসিন্দা ভাসো পাসোয়ানকে তার পরিবারের লোকজন দুর্গাপুরের শোভাপুরের বেসরকারী এই হাসপাতালে ভর্তি করে. অভিযোগ সাত দিন কেটে গেলেও রুগীকে মাথার অস্ত্রপ্রচার নিয়ে সঠিক কোনো ডেট দিচ্ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ, শেষ মেশ হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল পরিবারের লোকজনকে বলেন, করোনা নমুনা পরীক্ষার পর অস্ত্রোপ্রচারে হাত দেবেন চিকিৎসকরা. এরই মধ্যে সোমবার দুপুর দেড়টা নাগাদ ভাসো পাসোয়ানের পরিবারকে জানিয়ে দেন অত্যন্ত সংকটজনক ভাসো পাসোয়ানের শারীরিক অবস্থা, কিছুক্ষন কাটতে না কাটতে ফের হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় মারা গেছেন রুগী. এই খবর পাওয়া মাত্রই হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে দেয় মৃতের পরিবার পরিজনরা দাবী জানাতে থাকেন যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও যে চিকিৎসকের অধীনে ভাসো পাসোয়ানকে ভর্তি করা হয়েছিল তিনি বাইরে

রাজ্যের সেরার শিরোপা বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দেওয়া সি. বি. এস. সি স্কুলগুলির সেরা অধ্যক্ষের শিরোপা আসানসোলের বার্নপুরের রিভার সাইড স্কুলের সুশীল কুমার সিনহার মুকুটে. দেশ জুড়ে যে পনেরো জন অধ্যক্ষ ও চব্বিশ জন শিক্ষকের নাম কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক মনোনীত করেছেন তার মধ্যে বার্নপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা রাজ্যের একমাত্র প্রতিনিধি. 1989সাল থেকে বার্নপুর রিভার সাইড স্কুলে রয়েছেন অধ্যক্ষ সুশীল কুমার সিনহা, তার সময় কালে স্কুলে ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান যেমন বেড়েছে ঠিক তেমনি ছাত্র শিক্ষনের এমনকি অভিবাবকদের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরী হয়েছে যা জটিল সমস্যাকেও এক্কেবারে সমাধান করে দিয়েছে নিমেষে. শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের সি. বি. এস.সি স্কুল গুলির মধ্যে একমাত্র বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশি গোটা রাজ্যের মানুষ. সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা জানান, এই সন্মান শুধু আমার নয়, সন্মান পুরস্কার যাই বলুন না কেন, সবটাই একদম স্কু

লকডাউনে দুর্গাপুরে আটকে পড়লেন গুজরাটের পরিযায়ী কিছু শ্রমিক.খাবারের ব্যবস্থা করলেন সাংবাদিকরা.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=লকডাউন এদের ঘরে ফেরার পথে অন্তরায় তৈরী করেছিল, প্রথম ধাপের এই লকডাউনে পঁচিশ জন পরিযায়ী শ্রমিক আটকে পড়েছিল কর্মস্থল গুজরাটে. দীর্ঘদিন ঘরে না ফিরতে পারায় পরিবারের লোকজনের কাছ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দিনের পর দিন , ধীরে ধীরে শিথিল হচ্ছিল লক ডাউন,আশায় এরাও বেঁচে থাকার স্বাদ খুঁজে পেয়েছিল.গুজরাটে এরা কেউ লোডিং আনলোডিংয়ের কাজ করতো আবার কেউবা করতো নির্মাণ শিল্পে কাজ. শেষ মেশ গত শুক্রবার রাতে এরা গুজরাটের নোয়াপুরের নিজেদের কর্মস্থল থেকে বাসে দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে বাড়ীর উদ্দ্যেশে রওনা দেয়.কিছু পরিযায়ী শ্রমিকের সাথে ছিল তাদের পরিবার পরিজন, ও খুদে সদস্যরাও. কিন্তু এখানেও অন্তরায় সেই লকডাউন. কোভিড চেন ভাঙতে রাজ্য সরকার ধাপে ধাপে লকডাউন সিস্টেম শুরু করেছে, আর সোমবার ছিল লকডাউন,তাই ভোরে দুর্গাপুরের সিটি সেন্টারে বাস ঢোকা মাত্রই থমকে যায় সবকিছু,লকডাউনের জেরে আটকে পড়েন এই পরিযায়ীরা,একদিকে ছিল খিদের যন্ত্রনা আর অন্যদিকে ছিল মাথা গোঁজার একটু আস্তানা. শেষ পর্যন্ত দুর্গাপুরের সাংবাদিকরাই সিটিসেন্টারে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনালের নিচে

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহর দুর্গাপুরের মুকুটে আরো এক পালক. নেপালী পাড়া হিন্দী হাইস্কুলের প্রধান শিক্ষক কলিমুল হকের নাম রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর এবার বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন রাজ্য সরকারের দেওয়া শিক্ষা রত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন. পাঁচই সেপ্টেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের হাতে. 1988সালে অন্ডাল ভিলেজ স্কুলে সহ শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন কাজী নিজামউদ্দিন, ইংরাজীর শিক্ষক হিসেবে চোদ্দ বছর এখানে শিক্ষকতা করার পর 2002সালে দুর্গাপুরের বিজরা হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি. সরকারী স্কুলে কম্পিউটারের মাধ্যমে কিভাবে শিক্ষা দান করা যায় এই শীর্ষক একটি আর্টিকেল তৈরী করে 2015সালে পুনেতে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়েছিলেন কাজী নিজামউদ্দিন আর এটাই ছিল তার শিক্ষকতা জীবনের টার্নিং পয়েন্ট, এই সেমিনারে ভালো আর্টিকেলের জন্য সন্মান জানানো হয় তাকে.2016 সালে বিজরা স্কুলে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন এই শিক্ষক তার জন্য কলকাতার বিধান শিশু উদ্যান নামে একটি সংস

রাজ্যে দ্বিতীয় কোভিড যোদ্ধা রক্তের প্লাজমা দান করলেন দুর্গাপুরে.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বালুরঘাট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রোমিত দে র পর দুর্গাপুরের কিংশুক গুপ্ত. রাজ্যে দ্বিতীয় কোভিড জয়ী ব্যাক্তি রক্তের প্লাজমা দান করলেন রবিবার. মহরম উপলক্ষ্যে দুর্গাপুরের মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এইদিন একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সিটিসেন্টারে,যে শিবিরের সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম. রবিবার এই শিবিরে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী সেপকোর বাসিন্দা কিংশুক গুপ্ত রক্তের প্লাজমা দান করলেন. রাজ্যের দ্বিতীয় কোভিড যোদ্ধা কিংশুক গুপ্ত  রক্তের প্লাজমা দান করে জানালেন, কোভিড জয় করার পর এ যেন এক আলাদা তৃপ্তি, কারণ মানুষের জন্য কিছু করতে পারাটা একটা বিশাল তৃপ্তি. দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি কবি ঘোষ জানালেন, পঁচিশ জন রক্তদাতা এইদিন রক্তদান করেন এর থেকেও বড় বিষয় দুর্গাপুরের কিংশুকের যোগদান, আরো ভালো লাগার ব্যাপার কিংশুক বাবুর স্ত্রীও প্লাজমা দান করতে এসেছিলেন কিন্তু সরকারের কিছু বিধি নিষেধ থাকায় তার রক্ত নেওয়া সম্ভব হয়নি. কোভিড যুদ্ধে জয়ী হওয়ার পর এমন কিছু মানুষকে বেছে নিয়ে তাদ

বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে দিয়ে বিক্ষোভ দুর্গাপুরে.রবিবার কংগ্রেস কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচীতে সামিল হলেন.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বেহাল হয়ে পড়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর এস. এন. ব্যানার্জী রোড. বারবার বলেও কাজ না হওয়ায় রবিবার খানাখন্দে ভরা সেই বেহাল রাস্তায় ধানের বীজ রোপন করল কংগ্রেস কর্মী সমর্থকরা, একই সাথে গরু লাঙ্গল নিয়ে সেই বেহাল  রাস্তা দিয়ে অভিনব এক পদযাত্রা করল দলের কর্মী সমর্থকরা. কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ আর দুর্গাপুর নগর নিগমের টানাপোড়েনে দিনের পর দিন বিপজ্জনক হয়ে উঠছে এই রাস্তা, বাড়ছে দুর্ঘটনা. অবিলম্বে এই রাস্তা সারাইয়ের দাবী তুলে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন, এই বিক্ষোভ কর্মসূচীর পরও যদি বেহাল এই রাস্তা সংস্কারের প্রশ্নে কোনোরকম হেলদোল না থাকে তাহলে আরো বড় আন্দোলনের পথে নামবেন তারা.

দুর্গাপুরে দুঃস্থদের মধ্যে ত্রিপল বিতরণ করল বিজেপি নেতৃত্ব.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামনব্রীজ এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ দের মধ্যে ত্রিপল বিতরণ করল বিজেপি পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব. দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন, এই লজ্জা তৃণমূল কংগ্রেসের যেখানে মানুষকে ডেকে এনে ত্রিপল দিতে হচ্ছে, কারণ তাদের মাথার ছাদ নেই. দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন, এই লজ্জা তৃণমূল কংগ্রেসের যেখানে মানুষকে ডেকে এনে ত্রিপল দিতে হচ্ছে, কারণ তাদের মাথার ছাদ নেই. শনিবারের এই কর্মসূচীতে বিজেপি জেলা কমিটি সদস্য কল্যাণ দুবে, পশ্চিম বর্ধমান জেলা স্তরের নেতা অভিজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন. প্রায় একশো জন দুঃস্থ মানুষের হাতে এইদিন ত্রিপল তুলে দেওয়া হয়. বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ উপস্থিত নেতৃবৃন্দ শ্যামাপ্রসাদ মুখার্জীর ছবিতে মাল্যদান করে এই বাংলার জন্য তার অবদানের কথা বলেন. সামনের একুশে বিধানসভা নির্বাচনে এবার বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা বলে দাবী করেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব.

পুজোর আগেই দুই নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডগুলির সংস্কারের কাজ শেষ হবে জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=একটা দীর্ঘ সময় ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডগুলি. পুজোর আগেই এই সার্ভিস রোডগুলি সংস্কারের কাজ শেষ হবে বলে জানালেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি শনিবার দুর্গাপুরে কাদারোদে সার্ভিস রোড পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি, সাথে ছিলেন দুই নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ. কাদারোদের সার্ভিস রোডের ক্ষেত্রে সমস্যাটা একটু আলাদা ধরণের. এই সার্ভিস রোডের নিচে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জলের পাইপ লাইন এখানে কিছু সমস্যা থাকায় সার্ভিস রোড সংস্কারের ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরী হচ্ছিল. পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানালেন,পুজোর আগেই যাবতীয় জটিলতা কাটিয়ে এই সার্ভিস রোডের সংস্কারের কাজ শেষ করা হবে. শনিবার দুই নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সাথে নিয়ে কাদারোড সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি.আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে বলে জেলাশাসক জানিয়েছেন আর এত

সময়ে মাইনে দেওয়ার দাবীতে গেট আটকে রেখে দুর্গাপুরে শ্রমিক বিক্ষোভ.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সময়ে বেতন হচ্ছে না, নেই কোনো নিরাপত্তা আছে শুধু কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের আশ্বাস আর প্রতি পদে বিপদ. বাধ্য হয়ে শনিবার কারখানার শ্রমিকরা একজোট হয়ে গেট আটকে দিয়ে বিক্ষোভ শুরু করল. দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত লেনিন সরণির একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানার গেট আটকে রেখে বিক্ষোভে সামিল হল.হিমাদ্রি সিনহা নামে এক শ্রমিকের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ সময় মতো বেতন দিচ্ছে না, শ্রমিকদের নিরাপত্তার সরঞ্জাম দেওয়া হচ্ছে না, না আছে পানীয় জলের অবস্থা, না আছে ভালো শৌচালয়, এসবের জন্য বাধ্য হয়ে শনিবার তারা কারখানার গেট আটকে রেখে বিক্ষোভে সামিল হয়েছিল. কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সির নেতা অরুন ঘোষের অভিযোগ, কর্তৃপক্ষ সব বিষয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা শুরু করেছে, এবার কোনো সদুত্তর না পেলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আন্দোলনকারীরা. কারখানা কর্তৃপক্ষ আলোচনা শুরু করার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়. কর্তৃপক্ষ কিছু বলতে রাজী হয়নি, শুধু জানিয়েছে, যে সমস্যা তৈরী হয়েছিল খুব তাড়াতাড়ি মিটে যাবে.

পশ্চিম বর্ধমানের কাঁকসার বামুনাড়া মার্কেটিং কমপ্লেক্সকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করল এলাকার মানুষ.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=2006 সালে বামফ্রন্ট সরকারের সময় শুরু হয়েছিল কাঁকসার বামুনাড়াতে মার্কেটিং কমপ্লেক্স. কথা ছিল স্থানীয় বেকারদের কর্মস্থান করা হবে এই স্টলগুলি বন্টন করে দিয়ে. অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এই মার্কেটিং কমপ্লেক্সের কাজ শেষ হওয়ার অনেক আগেই স্টলের জন্য টাকা নিয়ে বুকিং হয়েও গিয়েছিল. কিন্তু মার্কেটিং কমপ্লেক্সের কাজ শেষ হয়ে যাওয়ার পরও অজ্ঞাত কোনো এক কারণে হটাৎ বন্ধ হয়ে যায় সব. ফাঁকা শুনশান এই মার্কেটিং কমপ্লেক্সে আস্তানা তৈরী হয় দুষ্কৃতীদের.এবার নুতনভাবে ফের স্বপ্ন পূরণ হয়তো হতে চলেছে কাঁকসার বামুনাড়া সহ আশপাশ এলাকার বাসিন্দাদের. জেলা ভাগ হওয়ার পর নুতন ভাবে ফের ভাবনা চিন্তা শুরু করল পশ্চিম বর্ধমান জেলা পরিষদ. জেলা পরিষদের সহ সভাপতি সমীর বিশ্বাস, ও কর্মাধক্ষ্য মিনতি হাজরা সম্প্রতি ঘুরে দেখলেন গোটা মার্কেটিং কমপ্লেক্স. পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানান, অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের এই মার্কেটিং কমপ্লেক্সের ফাইল তাদের হাতে আসার পর উদ্যোগী ভূমিকা নেন তারা, বিধানসভা ভোটের আগেই এই কমপ্লেক্সে কাজকর্ম শুরু হয়ে যাবে দোকান খুলবেন ব্যাবসায়ী