রাজ্যের সেরার শিরোপা বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দেওয়া সি. বি. এস. সি স্কুলগুলির সেরা অধ্যক্ষের শিরোপা আসানসোলের বার্নপুরের রিভার সাইড স্কুলের সুশীল কুমার সিনহার মুকুটে.

দেশ জুড়ে যে পনেরো জন অধ্যক্ষ ও চব্বিশ জন শিক্ষকের নাম কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক মনোনীত করেছেন তার মধ্যে বার্নপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা রাজ্যের একমাত্র প্রতিনিধি. 1989সাল থেকে বার্নপুর রিভার সাইড স্কুলে রয়েছেন অধ্যক্ষ সুশীল কুমার সিনহা, তার সময় কালে স্কুলে ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান যেমন বেড়েছে ঠিক তেমনি ছাত্র শিক্ষনের এমনকি অভিবাবকদের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরী হয়েছে যা জটিল সমস্যাকেও এক্কেবারে সমাধান করে দিয়েছে নিমেষে. শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের সি. বি. এস.সি স্কুল গুলির মধ্যে একমাত্র বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশি গোটা রাজ্যের মানুষ. সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা জানান, এই সন্মান শুধু আমার নয়, সন্মান পুরস্কার যাই বলুন না কেন, সবটাই একদম স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী থেকে শুরু করে এক্কেবারে চতুর্থ শ্রেণীর কর্মীরও. সব মিলিয়ে রাজ্যের একমাত্র প্রতিনিধি হিসেবে বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা বিশেষ পুরস্কার পেতে চলায় গর্বিত বাংলার মানুষ.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.