পুজোর আগেই দুই নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডগুলির সংস্কারের কাজ শেষ হবে জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=একটা দীর্ঘ সময় ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডগুলি. পুজোর আগেই এই সার্ভিস রোডগুলি সংস্কারের কাজ শেষ হবে বলে জানালেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি

শনিবার দুর্গাপুরে কাদারোদে সার্ভিস রোড পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি, সাথে ছিলেন দুই নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ. কাদারোদের সার্ভিস রোডের ক্ষেত্রে সমস্যাটা একটু আলাদা ধরণের. এই সার্ভিস রোডের নিচে রয়েছে

দুর্গাপুর নগর নিগমের জলের পাইপ লাইন এখানে কিছু সমস্যা থাকায় সার্ভিস রোড সংস্কারের ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরী হচ্ছিল.পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানালেন,পুজোর আগেই যাবতীয় জটিলতা কাটিয়ে এই সার্ভিস রোডের সংস্কারের কাজ শেষ করা হবে. শনিবার দুই নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সাথে নিয়ে কাদারোড সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের

সার্ভিস রোড পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি.আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে বলে জেলাশাসক জানিয়েছেন আর এতে করে সাধারণ মানুষের যন্ত্রনা অনেকটা কমবে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.