পশ্চিম বর্ধমানের কাঁকসার বামুনাড়া মার্কেটিং কমপ্লেক্সকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করল এলাকার মানুষ.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=2006 সালে বামফ্রন্ট সরকারের সময় শুরু হয়েছিল কাঁকসার বামুনাড়াতে মার্কেটিং কমপ্লেক্স. কথা ছিল স্থানীয় বেকারদের কর্মস্থান করা হবে এই স্টলগুলি বন্টন করে দিয়ে.

অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এই মার্কেটিং কমপ্লেক্সের কাজ শেষ হওয়ার অনেক আগেই স্টলের জন্য টাকা নিয়ে বুকিং হয়েও গিয়েছিল. কিন্তু মার্কেটিং কমপ্লেক্সের কাজ শেষ হয়ে যাওয়ার পরও অজ্ঞাত কোনো এক কারণে হটাৎ বন্ধ হয়ে যায় সব.ফাঁকা শুনশান এই মার্কেটিং কমপ্লেক্সে আস্তানা তৈরী হয় দুষ্কৃতীদের.এবার নুতনভাবে ফের স্বপ্ন পূরণ হয়তো হতে চলেছে কাঁকসার বামুনাড়া সহ আশপাশ এলাকার বাসিন্দাদের.

জেলা ভাগ হওয়ার পর নুতন ভাবে ফের ভাবনা চিন্তা শুরু করল পশ্চিম বর্ধমান জেলা পরিষদ. জেলা পরিষদের সহ সভাপতি সমীর বিশ্বাস,ও কর্মাধক্ষ্য মিনতি হাজরা সম্প্রতি ঘুরে দেখলেন গোটা মার্কেটিং কমপ্লেক্স.

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানান, অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের এই মার্কেটিং কমপ্লেক্সের ফাইল তাদের হাতে আসার পর উদ্যোগী ভূমিকা নেন তারা, বিধানসভা ভোটের আগেই এই কমপ্লেক্সে কাজকর্ম শুরু হয়ে যাবে দোকান খুলবেন ব্যাবসায়ীরা.

রাজীব গুহ নামে স্থানীয় এক ব্যাবসায়ী বলেন, এই কমপ্লেক্সে রুম বুকিং করে রাখা ছিল তার, এখন শুনছি ভোটের আগে দোকান খুলতে পারবো, কিন্তু এই প্রতিশ্রুতি আগেও পেয়েছিলাম,

কিন্তু কমপ্লেক্সের ভেতর ব্যাবসায়ী নয় ডেরা বেঁধে বসেছিল সমাজবিরোধীরা, এখন দেখা যাক প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণ কবে হয়. সব মিলিয়ে জেলা পরিষদের প্রতিনিধিদের পরিদর্শন করে যাওয়ার পর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ার এই মার্কেট কমপ্লেক্স খোলা নিয়ে ফের স্বপ্ন দেখতে শুরু করেছেন এলাকার ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ.এখন স্বপ্নের বাস্তবায়ন কবে,কখন বা আদৌ হয় কিনা তার উত্তর একমাত্র সময় দিতে পারে.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.