রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহর দুর্গাপুরের মুকুটে আরো এক পালক. নেপালী পাড়া হিন্দী হাইস্কুলের প্রধান শিক্ষক কলিমুল হকের নাম রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর এবার বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন রাজ্য সরকারের দেওয়া শিক্ষা রত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন.

পাঁচই সেপ্টেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের হাতে. 1988সালে অন্ডাল ভিলেজ স্কুলে সহ শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন কাজী নিজামউদ্দিন,ইংরাজীর শিক্ষক হিসেবে চোদ্দ বছর এখানে শিক্ষকতা করার পর 2002সালে দুর্গাপুরের বিজরা হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি. সরকারী স্কুলে কম্পিউটারের মাধ্যমে কিভাবে শিক্ষা দান করা যায় এই শীর্ষক একটি আর্টিকেল তৈরী করে 2015সালে পুনেতে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়েছিলেন কাজী নিজামউদ্দিন আর এটাই ছিল তার শিক্ষকতা জীবনের টার্নিং পয়েন্ট,

এই সেমিনারে ভালো আর্টিকেলের জন্য সন্মান জানানো হয় তাকে.2016 সালে বিজরা স্কুলে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন এই শিক্ষক তার জন্য কলকাতার বিধান শিশু উদ্যান নামে একটি সংস্থা কাজী নিজামুদ্দিনকে পুরস্কৃত করেন,

2017 সালে বিজরা হাইস্কুল নির্মল স্কুলের সন্মান পাওয়ার পর 2019 সালে শিশু মিত্র পুরস্কার পায়, এবার 2020 সালে ফের শিক্ষা রত্ন পুরস্কারের শিরোপা. রাজ্য সরকারের দেওয়া শিক্ষা রত্ন পুরস্কারের জন্য তার নাম মনোনীত হওয়ায় বিজরা হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন ধন্যবাদ দেন সরকারকে জানান,

আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই আরো এগোতে হবে আমাদের. “আমার নজরুল” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনীর ওপর একটি গবেষণামূলক বই লিখছেন বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন,

সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলার স্কুলে র শিক্ষক হিসেবে শিক্ষা রত্ন পুরস্কারের জন্য কাজী নিজামুদ্দিনের নাম মনোনীত হওয়ায় গর্বিত দুর্গাপুরের মানুষ.

Comments

  1. আমরা আনন্দিত।
    ধন‍্যবাদ রাজ‍্য শিক্ষাদপ্তর কে।
    কাজী স‍্যর আমার পরিচিত।
    পরিচিত শিক্ষকের সাফল‍্যে আমরা গর্বিত।

    ReplyDelete
  2. আমরা আনন্দিত।
    ধন‍্যবাদ রাজ‍্য শিক্ষাদপ্তর কে।
    কাজী স‍্যর আমার পরিচিত।
    পরিচিত শিক্ষকের সাফল‍্যে আমরা গর্বিত।

    ReplyDelete
  3. আমরা আনন্দিত।
    ধন‍্যবাদ রাজ‍্য শিক্ষাদপ্তর কে।
    কাজী স‍্যর আমার পরিচিত।
    পরিচিত শিক্ষকের সাফল‍্যে আমরা গর্বিত।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.