বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে দিয়ে বিক্ষোভ দুর্গাপুরে.রবিবার কংগ্রেস কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচীতে সামিল হলেন.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বেহাল হয়ে পড়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর এস. এন. ব্যানার্জী রোড. বারবার বলেও কাজ না হওয়ায় রবিবার খানাখন্দে ভরা সেই বেহাল রাস্তায় ধানের বীজ রোপন করল কংগ্রেস কর্মী সমর্থকরা,

একই সাথে গরু লাঙ্গল নিয়ে সেই বেহাল  রাস্তা দিয়ে অভিনব এক পদযাত্রা করল দলের কর্মী সমর্থকরা. কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ আর দুর্গাপুর নগর নিগমের টানাপোড়েনে দিনের পর দিন বিপজ্জনক হয়ে উঠছে এই রাস্তা,

বাড়ছে দুর্ঘটনা. অবিলম্বে এই রাস্তা সারাইয়ের দাবী তুলে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন, এই বিক্ষোভ কর্মসূচীর পরও যদি বেহাল এই রাস্তা সংস্কারের প্রশ্নে কোনোরকম হেলদোল না থাকে তাহলে আরো বড় আন্দোলনের পথে নামবেন তারা.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.