Posts

Showing posts from September, 2020

দুই নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোড সংস্কারের দাবীতে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান কর্মসূচী।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বেহাল হয়ে পড়েছে দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। প্রতিবাদে দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে গণ অবস্থান কর্মসূচীতে বসলো তৃণমূল কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের কাছে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্ৰেসের উদ্যোগে এই গণ অবস্থান কর্মসূচী পালন করা হল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ,বারবার বলা সত্বেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ বেহাল সার্ভিস রোড সংস্কারের প্রশ্নে এক্কেবারে উদাসীন, এরপরও যদি জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দেয় তাহলে আরো বড় আন্দোলন তারা সংগঠিত করবে। একটি দাবীসম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।

স্থায়ী কর্মী নিয়োগের দাবীতে দুর্গাপুর ইস্পাত প্রকল্প হাসপাতালের সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=নেই কোনো টেকনিসিয়ান, অভাব রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের, সাথে রয়েছে বিভিন্ন বিভাগে স্থায়ী কর্মীর, এর দরুন দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। এই অভিযোগে বুধবার দুর্গাপুর ইস্পাত প্রকল্প হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ.সির কর্মী সমর্থকরা। শ্রমিক নেতৃত্বের অভিযোগ, বারবার স্থায়ী কর্মী নিয়োগের দাবী জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষর কাছে কিন্তু কোনো কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ যার জন্য বাধ্য হয়ে হাসপাতালের সামনে তারা বিক্ষোভ কর্মসূচীতে নেমেছেন। দেশব্যাপী সুনামের সাথে কাজ করেছে দূর্গাপুর ইস্পাত হাসপাতাল, পরিকাঠামোগতভাবে এই হাসপাতাল একটি মেডিকেল কলেজের সমতুল্য অথচ কর্তৃপক্ষের শুধু অনীহার জন্য দিনে দিনে এই এত বড় হাসপাতাল মুখ থুবড়ে পড়েছে অভিযোগ আই. এন. টি. টি. ইউ. সি র নেতৃত্ব।একটি দাবিসম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হল এইদিন দুর্গাপুর ইস্পাত হাসপাতাল কর্তৃপক্ষের হাতে, এরপরও যদি কর্তৃপক্ষের হুঁশ না ফেরে তাহলে ফের আন্দোলনের কর্মসূচী নেওয়া হবে বলে আই. এন. টি. টি. ইউ.সি নেতৃত্ব। দুর্গাপুর ইস্পাত হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে

বহিরাগতদের সরিয়ে স্থানীয় বেকারদের চাকরির দাবীতে দুর্গাপুরে কারখানার সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=স্থানীয় বেকার ছেলেমেয়েরা রয়েছে বঞ্চিত আর বাইরের লোকজন দিব্যি কাজ করছে কারখানায়। বুধবার সকালে এই অভিযোগকে সামনে রেখে কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার বেসরকারী এক কারখানার সামনে বিক্ষোভে সামিল  হল  তৃণমূল কর্মী সমর্থকরা।  দুর্গাপুর নগর নিগমের আঠাশ ও ঊনত্রিশ নম্বরের তৃণমূল  কর্মীরা এইদিন কারখানার গেটের সামনে দাঁড়িয়ে পড়ে আটকে দেওয়া হয় বাইরের শ্রমিকদের। কোনোরকম গেট পাস ছাড়া কিভাবে কারখানার ভেতর এরা ঢুকে গিয়ে এতদিন ধরে কাজ করছে এই অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল কর্মীরা বলেন, কিছু বাহুবলীর সাহায্য নিয়ে কারখানা কর্তৃপক্ষ এই কাজ কিরে চলেছেন, এর পেছনে অশুভ এক আঁতাত রয়েছে আর সেই জোরেই রাতের অন্ধকারে কারখানায় লোক ঢুকে পড়ছে। যতক্ষণ কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনোরকম সদর্থক ভূমিকা না নিচ্ছেন ততক্ষন ধারাবাহিকভাবে এই আন্দোলন জারি রাখা হবে। এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোনোরকম কথা বলতে রাজী হয়নি।

রুগীর এক আত্মীয়কে বাউন্সার দিয়ে মারধরের অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ পাল্টা প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের, পরিস্থিতি সামলাতে পুলিশ পৌঁছলো দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালের সামনে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দিন কয়েক আগে বার্ধক্যজনিত কিছু সমস্যা নিয়ে এক প্রৌঢ়া  দুর্গাপুরের গান্ধীমোড়ের কাছে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিল। দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডের বাসিন্দা এই প্রৌঢ়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গতকাল রাতে ভেন্টিলেশনে স্থানানতড়িত করা হয়।  এখন রুগীর আত্মীয়ের অভিযোগ, মঙ্গলবার সকালে হাসপাতালে তারা রুগীকে দেখতে এলে তাদেরকে বাঁধা দেওয়া হয়, এমনকি বাউন্সার দিয়ে তাদের পরিবারের লোকজনকে মারধর করা হয়। এই ঘটনায় নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে, ধস্তাধস্তি শুরু হয়ে যায় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সাথে রুগীর আত্মীয়দের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে হিমশিম খেতে হয় পুলিশকে। হাসপাতালে ভর্তি থাকা প্রৌঢ়ার আত্মীয় সাবিত্রী সিংয়ের অভিযোগ, চিকিৎসার ক্ষেত্রে একটা গাফিলতি তো আছেই, এরপর আজ সকালে প্রিয়জনকে দেখতে আসা মাত্রই হটাৎই কিছু লোকজন ঝাঁপিয়ে পড়ে আমাদের ওপর,পড়ে আমরা জানতে পারি এরা বাউন্সার, এই ঘটনায় জখম হন একজন। এইদিকে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সিটিসেন্টারে কাছে গান্ধীমোড় সংলগ্ন ঐ বেসরকারী হাসপাতা

বেশ কয়েকদফা দাবীর সমর্থনে দুর্গাপুরে জনসভা করল সিপিআইএম।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনা আবহে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মানুষের সাথে প্রতারণা করেছে। দুর্গাপুরে দলীয় জনসভায় এই বক্তব্য রেখে সিপিআইএমের দক্ষিন চব্বিশ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী বলেন, যখন দেশের মানুষ ভয়ঙ্কর এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখন অমানবিক এক কেন্দ্রীয় সরকার দেশের লাভজনক সংস্থাগুলিকে একের পর এক বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়ে বিক্রি করে দিয়েছে, যে প্লাটফর্ম টিকিটের দাম পাঁচ টাকা ছিল সেই টিকিটের দাম পঞ্চাশ টাকা করেছে। মঙ্গলবার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুরের কাছে সুকান্ত পল্লী মোড়ের কাছে সব বেকারের কাজ, নুতন শিল্প, ও শহর দুর্গাপুরকে রক্ষা করার দাবী জানিয়ে এক জনসভার আয়োজন করেছিল সিপিআইএম নেতৃত্ব। এই জনসভায় পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরপিতা শিবশঙ্কর চ্যাটার্জী, সিপিআই এম নেতা সিদ্ধার্থ বসু সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলের নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন, যখন সংকটময় অবস্থায় দেশের মানুষ এক প্রকার না খেয়ে দিন কাটাচ্ছে, শ্রমিকের কাজ চলে গেছে, ঠিক তখন দেশের কেন্দ্রী

পুজোর আগে দুর্গাপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাপা আতঙ্ক গোটা এলাকায়,তদন্তে নেমেছে পুলিশ।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সোমবার সন্ধ্যেতে দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লীতে এক ব্যাবসায়ীর বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনায় এখন পুলিশ এলাকার একটি বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে। সোমবার ভর সন্ধ্যেতে উত্তরপল্লীর হনুমান মন্দিরের কাছে পিঙ্কু প্রসাদ গুপ্তা নামে এক ব্যাবসায়ীর বাড়ীতে হানা দিয়ে দুষ্কৃতী দল দশ থেকে বারো লক্ষ টাকার মতো গহনা আর ব্যাবসার কাজে ব্যাগের মধ্যে থাকা নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। জানা গেছে এই ব্যাবসায়ীর বাড়ীতে রাজমিস্ত্রিরা কাজ করছিল, কাজ শেষ হয়ে যাওয়ায় সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ ঐ ব্যাবসায়ীর স্ত্রী ঘরে তালা মেরে স্বামীর দোকানে চলে যান , ঘন্টা দেড়েক পর ঘরের ফিরে তালা খুলতে গিয়ে ঐ ব্যাবসায়ীর স্ত্রী দেখেন, দরজার তালা নেই, ভেতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, ততক্ষনে এই ব্যাবসায়ী দম্পতির বুঝতে দেরী হয়নি সব শেষ। স্থানীয় বাসিন্দারা বলছেন এই রকম চুরির ঘটনা আগে এলাকায় কখনো ঘটেনি। দুঃসাহসিক এই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ, এলাকার একটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রান্তিকা ফাঁড়ির আধিক

রাজ্যের পরিবহন মন্ত্রী ও তার পরিবারের সুস্থতা কামনায় দুর্গাপুরে যজ্ঞের আয়োজন।

Image
নিউজ বেঙ্গল  দূর্গাপুর=রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্থ কামনার লক্ষ্যে পুজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হল সোমবার। দুর্গাপুর পেয়ালা মায়ের মন্দিরে মন্ত্রী ও তার পরিবারের সুস্থতার কামনা জানিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা পুজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করেছিল। পুরপিতা মানস রায় জানান, খুব তাড়াতাড়ি রাজ্যের মন্ত্রী সুস্থ্ হয়ে উঠুন এর চেয়ে আর বেশী কিছু তাদের চাওয়া নেই। দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরোর অধীন সবকটি ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনায় পুজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়, চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, আবার সুস্থ হয়ে জননেতা শুভেন্দু অধিকারী জেলা ধরে ধরে কাজ করবেন, এই বাংলায় চাঙ্গা করবেন তৃণমূল কংগ্রেসকে আর সেই কামনা জানিয়ে সোমবার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড সহ চার নম্বর বোরো ও শহরের প্রতিটি ওয়ার্ডে পুজো  অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হল।

কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবীতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা প্রতিবাদ কর্মসূচী পালন করল দুর্গাপুরে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার করতে হবে এই দাবীতে সোমবার দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা বের করল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। ট্রাক্টর ও চাষবাসের সরঞ্জাম দিয়ে অভিনব এই মিছিলে হাঁটেন কৃষকরাও। দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া তৃণমূল ছাত্র পরিষদের এই পদযাত্রা ফুলঝোড় মোড়ে এসে শেষ হয়। দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন,নুতন এই কৃষি বিল দেশের কৃষকদের অবস্থা শোচনীয় করে দেবে, অবিলম্বে কেন্দ্রের এই কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবী জানান তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা।

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তার পূর্ণবয়ব মূর্তির উদ্বোধন হল দুর্গাপুরে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=একটি পরিত্যক্ত অবস্থায় ওয়ার্ডের এক প্রান্তে অনাদরে পড়েছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি। দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তার একটি পূর্ণবয়ব মূর্তির উদ্বোধন হল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এই মহান মনীষীর মূর্তির উদ্বোধন করলেন। বিদ্যাসাগর পল্লীর এক প্রান্তে থাকা এই মূর্তির উদ্বোধন করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের, খুব কম সময়ের মধ্যে এর বাস্তব রূপ দেওয়ার কাজটা খুব একটা সহজ কাজ ছিল না, কিন্তু এ. ডি. ডি. এর সাথে যোগসূত্র তৈরী করে স্থানীয় পুরপিতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় যে কাজ করলেন তার  তুলনা হয়না। এখানকার স্থানীয় মানুষজন আর খুদে পড়ুয়ারা জানবে আরো ভালোভাবে চিনবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, অনুপ্রেরণা পাবে নুতন উদ্যমে সমাজসেবা করার, আর আলোর এক নুতন দিশার পথে হেঁটে এরা মানুষের মতো মানুষ হবে আর পাঁচ জন