রুগীর এক আত্মীয়কে বাউন্সার দিয়ে মারধরের অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ পাল্টা প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের, পরিস্থিতি সামলাতে পুলিশ পৌঁছলো দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালের সামনে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দিন কয়েক আগে বার্ধক্যজনিত কিছু সমস্যা নিয়ে এক প্রৌঢ়া  দুর্গাপুরের গান্ধীমোড়ের কাছে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিল। দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডের বাসিন্দা এই প্রৌঢ়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গতকাল রাতে ভেন্টিলেশনে স্থানানতড়িত করা হয়। এখন রুগীর আত্মীয়ের অভিযোগ, মঙ্গলবার সকালে হাসপাতালে তারা রুগীকে দেখতে এলে তাদেরকে বাঁধা দেওয়া হয়, এমনকি বাউন্সার দিয়ে তাদের পরিবারের লোকজনকে মারধর করা হয়। এই ঘটনায় নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে, ধস্তাধস্তি শুরু হয়ে যায় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সাথে রুগীর আত্মীয়দের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী,

উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে হিমশিম খেতে হয় পুলিশকে। হাসপাতালে ভর্তি থাকা প্রৌঢ়ার আত্মীয় সাবিত্রী সিংয়ের অভিযোগ, চিকিৎসার ক্ষেত্রে একটা গাফিলতি তো আছেই, এরপর আজ সকালে প্রিয়জনকে দেখতে আসা মাত্রই হটাৎই কিছু লোকজন ঝাঁপিয়ে পড়ে আমাদের ওপর,পড়ে আমরা জানতে পারি এরা বাউন্সার,

এই ঘটনায় জখম হন একজন। এইদিকে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সিটিসেন্টারে কাছে গান্ধীমোড় সংলগ্ন ঐ বেসরকারী হাসপাতালে। এইদিকে বাউন্সার দিয়ে মারধর করার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বেসরকারী ঐ হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রবীর মুখার্জী নামে হাসপাতালের এক আধিকারিক জানান, প্রতিনিয়ত রুগীর আত্মীয়দের সাথে কাউন্সেলিং হচ্ছিল, রুগীর শারীরিক অবস্থা সম্পর্কে জানানোও হচ্ছিল, আজও কাউন্সেলিংয়ের জন্য যখন তাদেরকে সাথে নিয়ে কথা বলতে শুরু করা হয় ঠিক তখনই হটাৎ ওনারাই উত্তেজিত হয়ে পড়েন,

আমাদেরই এক নিরাপত্তারক্ষী জখম হন।গোটা ঘটনায় এখনও টানাটান উত্তেজনা রয়েছে হাসপাতাল চত্বরে, অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে এখনও পুলিশ মোতায়ন রয়েছে।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.