পুজোর আগে দুর্গাপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাপা আতঙ্ক গোটা এলাকায়,তদন্তে নেমেছে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সোমবার সন্ধ্যেতে দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লীতে এক ব্যাবসায়ীর বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনায় এখন পুলিশ এলাকার একটি বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে।

সোমবার ভর সন্ধ্যেতে উত্তরপল্লীর হনুমান মন্দিরের কাছে পিঙ্কু প্রসাদ গুপ্তা নামে এক ব্যাবসায়ীর বাড়ীতে হানা দিয়ে দুষ্কৃতী দল দশ থেকে বারো লক্ষ টাকার মতো গহনা আর ব্যাবসার কাজে ব্যাগের মধ্যে থাকা নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

জানা গেছে এই ব্যাবসায়ীর বাড়ীতে রাজমিস্ত্রিরা কাজ করছিল, কাজ শেষ হয়ে যাওয়ায় সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ ঐ ব্যাবসায়ীর স্ত্রী ঘরে তালা মেরে স্বামীর দোকানে চলে যান ,

ঘন্টা দেড়েক পর ঘরের ফিরে তালা খুলতে গিয়ে ঐ ব্যাবসায়ীর স্ত্রী দেখেন, দরজার তালা নেই, ভেতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে,

ততক্ষনে এই ব্যাবসায়ী দম্পতির বুঝতে দেরী হয়নি সব শেষ। স্থানীয় বাসিন্দারা বলছেন এই রকম চুরির ঘটনা আগে এলাকায় কখনো ঘটেনি। দুঃসাহসিক এই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ, এলাকার একটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

প্রান্তিকা ফাঁড়ির আধিকারিক জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে,খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে।

পুজোর আগে এমন এক দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে,স্থানীয়রা তুলছেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

 

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.