বহিরাগতদের সরিয়ে স্থানীয় বেকারদের চাকরির দাবীতে দুর্গাপুরে কারখানার সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।


নিউজ বেঙ্গল দুর্গাপুর=স্থানীয় বেকার ছেলেমেয়েরা রয়েছে বঞ্চিত আর বাইরের লোকজন দিব্যি কাজ করছে কারখানায়। বুধবার সকালে এই অভিযোগকে সামনে রেখে কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার বেসরকারী এক কারখানার সামনে বিক্ষোভে সামিল  হল  তৃণমূল কর্মী সমর্থকরা। দুর্গাপুর নগর নিগমের আঠাশ ও ঊনত্রিশ নম্বরের তৃণমূল  কর্মীরা এইদিন কারখানার গেটের সামনে দাঁড়িয়ে পড়ে আটকে দেওয়া হয় বাইরের শ্রমিকদের। কোনোরকম গেট পাস ছাড়া কিভাবে কারখানার ভেতর এরা ঢুকে গিয়ে এতদিন ধরে কাজ করছে এই অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল কর্মীরা বলেন,

কিছু বাহুবলীর সাহায্য নিয়ে কারখানা কর্তৃপক্ষ এই কাজ কিরে চলেছেন, এর পেছনে অশুভ এক আঁতাত রয়েছে আর সেই জোরেই রাতের অন্ধকারে কারখানায় লোক ঢুকে পড়ছে।

যতক্ষণ কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনোরকম সদর্থক ভূমিকা না নিচ্ছেন ততক্ষন ধারাবাহিকভাবে এই আন্দোলন জারি রাখা হবে।

এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোনোরকম কথা বলতে রাজী হয়নি।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.