রাজ্যের পরিবহন মন্ত্রী ও তার পরিবারের সুস্থতা কামনায় দুর্গাপুরে যজ্ঞের আয়োজন।


নিউজ বেঙ্গল দূর্গাপুর=রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্থ কামনার লক্ষ্যে পুজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হল সোমবার। দুর্গাপুর পেয়ালা মায়ের মন্দিরে মন্ত্রী ও তার পরিবারের সুস্থতার কামনা জানিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা পুজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করেছিল।

পুরপিতা মানস রায় জানান, খুব তাড়াতাড়ি রাজ্যের মন্ত্রী সুস্থ্ হয়ে উঠুন এর চেয়ে আর বেশী কিছু তাদের চাওয়া নেই। দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরোর অধীন সবকটি ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনায় পুজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়,

চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, আবার সুস্থ হয়ে জননেতা শুভেন্দু অধিকারী জেলা ধরে ধরে কাজ করবেন, এই বাংলায় চাঙ্গা করবেন তৃণমূল কংগ্রেসকে আর সেই কামনা জানিয়ে

সোমবার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড সহ চার নম্বর বোরো ও শহরের প্রতিটি ওয়ার্ডে পুজো  অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হল।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.