Posts

Showing posts from November, 2020

স্বাধীন ভাবে কাজ করতে পারছিনা, কাজ করতে গেলেই পেছন থেকে টেনে ধরা হচ্ছে,জল্পনা বাড়িয়ে সুর চড়িয়ে এবার দলীয় নেতৃত্বের প্রতি বিষোদ্গার করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=আমি ফ্রি হ্যান্ড কাজ করতে পারছিনা,যদি স্বাধীন ভাবে কাজ করতে পারতাম তাহলে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে শ্রমিক স্বার্থ সম্পর্কিত যাবতীয় সমস্যা মিটিয়ে দিতে পারতাম। বক্তা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা আই. এন. টি. টি. ইউ.সি র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল।  এখানেই থেমে থাকেননি দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল,দলীয় নেতৃত্বের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলে বিশ্বনাথ বাবু বলেন, যখনই ভালো কোনো কাজ করতে যাচ্ছি ঠিক তখনই পেছন থেকে তাকে টেনে ধরা হচ্ছে ,  এইভাবে চলতে থাকলে দল সম্পর্কে জনগণের কাছে ভুল বার্তা যাবে, আর দলের নেতৃত্বের একাংশ দুর্গাপুরের সমস্ত কারখানায় শ্রমিক সমস্যাগুলিকে ইচ্ছে করে জিইয়ে রেখে দিচ্ছে,দলে থেকে এই নেতারা  দলের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে, উচ্চ নেতৃত্বকে সব রিপোর্ট জমা দিয়েছি এখন তাদের দিকে তাকিয়ে রয়েছে সবাই,  কারণ সামনেই নির্বাচন মাথায় রাখতে হবে সেই কথাও। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ, সাথে বেশ ইঙ্গিতপূর্ণও বলেও  রাজনৈতিক মহল মনে   করছেন।  দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস

নারী সুরক্ষার লক্ষ্যে ক্যারাটে প্রশিক্ষণ দুর্গাপুরে,নিজের সুরক্ষা নিজের হাতেই সেই বার্তায় দিল উদ্যোক্তারা ।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=উত্তরপ্রদেশ থেকে রাজস্থান কখনো কখনো এই বাংলাতেও প্রশ্নের মুখে পড়েছে মেয়েদের সুরক্ষা। সবসময় তো তাদের অভিবাবকরা রাস্তাতে থাকেন না, থাকেনা পুলিশও,তাহলে যদি কোনো মেয়ে রাস্তাঘাটে বিপদে পড়ে যায় মেয়েরা তখন কি করবে? দুর্গাপুরের নিবেদিতা ক্লাব এই ভাবনাকে বাস্তব রূপ দিতে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করল, শুধু এই বাংলা নয় খোদ উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্য থেকেও এই প্রশিক্ষণ শিবিরে মেয়েরা অংশ নিয়েছিলেন, লক্ষ্য একটাই নিজের পায়ে দাঁড়ানো, প্রতিরোধ গড়ে তোলা দুষ্কৃতীদের বিরুদ্ধে,  যাতে করে নিজের নিরাপত্তা নিজেই নিতে সক্ষম হয় তারা।শুধু শহর দুর্গাপুর নয়, ভিন রাজ্যের মেয়েরাও আজ এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিচ্ছে, নিজেদের মতো করে সুরক্ষা বলয় তৈরী করছে, বার্তা দিচ্ছে কোনো অংশে পিছিয়ে নেই আমরা।  ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মেয়েদের সুরক্ষার ভাবনাকে বাস্তব রূপ দিতে আরো বড় আকারে মেয়েদের জন্য কিছু করার ইচ্ছে তাদের রয়েছে,আর ক্যারাটে প্রশিক্ষকরা বলছেন, ক্লাবের ভাবনা অত্যন্ত সমর্থক,  আজ নারী সুরক্ষা সব চেয়ে বেশী করে দরকার, আর সেই সুরক্ষায় যদি মেয়েরা নিজেদের পায়ে নিজেরাই দাঁড়াতে পারে নিশ

ফের রাজনীতির বেড়াজালে বন্দী দুর্গাপুরের বন্ধএম.এ. এম. সি কারখানা।একুশে বাংলার মসনদে ক্ষমতায় এসে খুলে দেব কারখানা দাবী বিজেপি নেতার। কিছু না জেনে কথা বলছে বিজেপি পাল্টা খোঁচা তৃণমূল ও সিপিআইএমের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =১৯৬৩ সালে দুর্গাপুরে তৈরী হয়েছিল এম. এ. এম. সি কারখানা। কোল ইন্ডিয়ার যন্ত্রপাতি তৈরী হতো এই রাষ্ট্রায়ত্ত সংস্থায়। পাকাপাকিভাবে ২০০২সালে কারখানাটি বন্ধ হয়ে যায়, তখন প্রায় ১৪৯২জন কর্মী ছিল এই সংস্থায়।  ২০১১সালে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার গেট থেকে তুলে নেওয়া হয় সি. আই. এস.এফ জওয়ানদের, কারখানার সম্পত্তি আগলাতে দায়িত্ব দেওয়া হয় বেসরকারী এক নিরাপত্তারক্ষি এজেন্সিকে। তিনটি কনসটিয়াম করে কারখানা বাঁচানোর চেষ্টাও হয়েছিল, কিন্তু আজ সবটাই ইতিহাস। কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা নির্বাচন এলেই রাজনীতির বেড়াজালে বন্দী হয়ে পড়ে, আর যে বেড়াজালে স্বপ্নের জালে আশায় বুক বাধঁতে থাকে প্রাক্তন শ্রমিকদের পরিবার,  আর ভোট মিটলেই ফের স্বপ্নের বেলুন কেমন যেন চুপসে যায়, সেই হতাশার চেনা ছন্দে ফিরে যায় কারখানার শ্রমিক পরিবাররা। কখনো ফ্যাক্স এর সাদা কাগজ আবার কখনো বা প্রতিশ্রুতির রাজনৈতিক কৌশলী চালে এখানকার প্রাক্তন শ্রমিক পরিবারের সদস্যরা প্রতারিত হয়েছে আর ভোট নিয়ে চলে গেছে ভোট বাবুরা।  একুশে বিধানসভা নির্বাচনে ফের দুর্গাপুরের বন্ধ এম. এ. এম. সি কারখানা রাজনৈতিক ভোট বাব

চুরির ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে। আইন কলেজের দুই পড়ুয়ার মোবাইল ও নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুই আইন কলেজের ছাত্রর মোবাইল ও সেমিস্টারের জন্য রাখা টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা।  শনিবার ভোর রাতে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির অন্তর্গত ৫৪ফুট এলাকার একটি বাড়ীতে এই চুরির ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাওড়া ও মুর্শিদাবাদের বাসিন্দা এই দুই আইন কলেজের পড়ুয়ার বক্তব্য,  শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ হটাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজ পান, ঘুম থেকে উঠে দেখেন তারা বাইরের ঘরের  বেসিন ভেঙে পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।  দুটি দামী মোবাইল সেট ও ফাইনাল সেমিস্টারের জন্য রাখা ২৪হাজার টাকা নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে এই দুই পড়ুয়ার দাবী। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ।  ফাঁড়ির আধিকারিক বিজয় দলপতি জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন কলেজের এই দুই পড়ুয়া দুর্গাপুররে ৫৪ফুটে বাড়ি ভাড়া নিয়ে থাকতো।  বাড়ির মালিক আস্তিক গড়াই জানিয়েছেন, বছর দুয়েক আগে একই ভাবে ল্যাপটপ চুরি হয়েছিল। গোটা ঘটনায় এখন দুর্গাপুরের ৫৪ফুটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কেন শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করলেন কোকওভেন থানার আধিকারিককে এই প্রশ্ন তুলে শুক্রবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোকওভেন থানার পুলিশ আধিকারিক মনোজিৎ ধারা বৃহস্পতিবার কেন লাঠি চালালেন শান্তিপূর্ণ আন্দোলনে? এই প্রশ্ন তুলে শুক্রবার দুর্গাপুরের কোকওভেন থানার সামনে বিক্ষোভ কর্মসূচী করল সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা।  বৃহস্পতিবার বাম ও কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটে ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ওপর বসে পড়ে ধর্মঘট সমর্থনকারীরা, পরিস্থিতির সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, জখম হন বেশ কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থক।  এই ঘটনায় অভিযোগের  কাঠগড়ায় তোলা হয় কোকওভেন থানার আধিকারিক মনোজিৎ ধারাকে। শুক্রবার কোকওভেন থানার সামনে সিপিআইএমের প্রতিবাদ কর্মসূচীর মঞ্চ থেকে দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার অভিযোগ তোলেন  দুর্গাপুর নগর নিগমের ৩৮নম্বর ওয়ার্ডের অধীন অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে বালি আর লোহা চোরদের দাপাদাপি চলছে,  অথচ কোকওভেন থানার আধিকারিক এইসব ব্যাপারে রহস্যজনকভাবে নীরব, আর আমরা এসব চলতে দেব না প্রয়োজনে শুরু হবে ধারাবাহিক আন্দোলন জানালেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার।জেলার এই সিপিআইএম নেতার অভিযোগ,  বালিঘাট চলছে অঙ্গদপুরে দাপাচ্ছে

ফোরাম তৈরী করে এবার আন্দোলনের পথে অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা।ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ বিদ্যুৎ কর্মীদের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর-স্থায়ীকরণের প্রতিশ্রুতি ছিল কিন্তু ভাঙা হয়েছে সেই প্রতিশ্রুতি। উল্টে একশো কিলোমিটারের মধ্যে বদলির তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে শুক্রবার ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল প্রায় ৪২৮জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী।  অভিযোগ, কাজের চাপ বেড়েছে, কর্মরত রয়েছেন অনেক বছর, পুরস্কার স্বরূপ তাদের স্থায়ীকরণের পাশাপাশি প্রমোশন পাওয়ার কথা উল্টে বদলির তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ তাদেরকে ডিমোশন পোস্ট করার চেষ্টা করছে যেটা যেকোনো মূল্যে তারা রাখবেন।  দিন কয়েক আগে ফোরাম তৈরী করে এই বিদ্যুৎ কর্মীরা আন্দোলন শুরু করেছিলেন, শুক্রবার ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে সেই বিক্ষো দিয়ে আন্দোলনের বাস্তবতা আনলেন, যদি এরপরও কর্তৃপক্ষ একই সিদ্ধান্তে অনড় থাকেন  তাহলে লাগাতার আন্দোলনের রূপরেখা তারা তৈরী করবেন যার জন্য দায়ী থাকবে কর্তৃপক্ষ ও প্রশাসন। শুক্রবার বিক্ষোভ শেষে দাবীসম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের হাতে, সামনের মাসে প্রথম সপ্তাহে সিটিসেন্টারে বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ম্যানেজারের হাতে স্বারকলিপি তুলে দেওয়া হবে,  এতেও কাজ না হলে এই বদলি রুখতে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তোলার লক

সফল ব্যার্থতার দাবী পাল্টা দাবীর মধ্যে দিয়ে শহর দুর্গাপুরে কাটলো বাম ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘট।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বৃহস্পতিবারের ধর্মঘট ব্যার্থ দাবী করলেন আই. এন. টি. টি. ইউ. সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল।  দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়ালের অভিযোগ ছিল বাংলাকে অচল করে দেওয়ার চক্রান্ত বানচাল করে দিয়েছে মানুষ। পুলিশ আর রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা বিষোদ্গার করে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, যেভাবে মোদিকে বাঁচাতে তৃণমূল সরকার পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙার চেষ্টা করল তা লজ্জার,  কিন্তু তাও সাধারণ মানুষ ধর্মঘটকে সফল করেছে এর চেয়ে বড় কিছু হতে পারেনা।  বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘটের সমর্থনে দফায় দফায় পথ অবরোধ হয়, হয় রেল লাইন অবরোধও। দুর্গাপুর ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ওপর সিপিআইএম কর্মী সমর্থকরা বসে পড়লে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।  পুলিশ অবরোধ ওঠাতে গেলে প্রথমে বচসা পড়ে কথা কাটাকাটি শুরু হয় পুলিশের। আসানসোল ও বর্ধমান লেন আটকে দিয়ে শুরু হয় জাতীয় সড়ক অবরোধ।  পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী পৌঁছোয় কমব্যাট ফোর্স।  কিন্তু পুলিশের বাঁধা উপেক্ষা করে ধর্মঘটের সমর্থনকারীরা রাস্তা অবরোধের সিদ্ধান্তে অনড় থাকায় পুলিশ লাঠিচার্জ