ফোরাম তৈরী করে এবার আন্দোলনের পথে অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা।ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ বিদ্যুৎ কর্মীদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-স্থায়ীকরণের প্রতিশ্রুতি ছিল কিন্তু ভাঙা হয়েছে সেই প্রতিশ্রুতি। উল্টে একশো কিলোমিটারের মধ্যে বদলির তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে শুক্রবার ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল প্রায় ৪২৮জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী। অভিযোগ, কাজের চাপ বেড়েছে, কর্মরত রয়েছেন অনেক বছর, পুরস্কার স্বরূপ তাদের স্থায়ীকরণের পাশাপাশি প্রমোশন পাওয়ার কথা উল্টে বদলির তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ তাদেরকে ডিমোশন পোস্ট করার চেষ্টা করছে যেটা যেকোনো মূল্যে তারা রাখবেন। দিন কয়েক আগে ফোরাম তৈরী করে এই বিদ্যুৎ কর্মীরা আন্দোলন শুরু করেছিলেন, শুক্রবার ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে সেই বিক্ষো দিয়ে আন্দোলনের বাস্তবতা আনলেন, যদি এরপরও কর্তৃপক্ষ একই সিদ্ধান্তে অনড় থাকেন তাহলে লাগাতার আন্দোলনের রূপরেখা তারা তৈরী করবেন যার জন্য দায়ী থাকবে কর্তৃপক্ষ ও প্রশাসন। শুক্রবার বিক্ষোভ শেষে দাবীসম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের হাতে, সামনের মাসে প্রথম সপ্তাহে সিটিসেন্টারে বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ম্যানেজারের হাতে স্বারকলিপি তুলে দেওয়া হবে, এতেও কাজ না হলে এই বদলি রুখতে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তারা এগোচ্ছে বলেও আন্দোলনকারী বিদ্যুৎ কর্মীরা জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.