নারী সুরক্ষার লক্ষ্যে ক্যারাটে প্রশিক্ষণ দুর্গাপুরে,নিজের সুরক্ষা নিজের হাতেই সেই বার্তায় দিল উদ্যোক্তারা ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=উত্তরপ্রদেশ থেকে রাজস্থান কখনো কখনো এই বাংলাতেও প্রশ্নের মুখে পড়েছে মেয়েদের সুরক্ষা। সবসময় তো তাদের অভিবাবকরা রাস্তাতে থাকেন না, থাকেনা পুলিশও,তাহলে যদি কোনো মেয়ে রাস্তাঘাটে বিপদে পড়ে যায় মেয়েরা তখন কি করবে?দুর্গাপুরের নিবেদিতা ক্লাব এই ভাবনাকে বাস্তব রূপ দিতে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করল, শুধু এই বাংলা নয় খোদ উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্য থেকেও এই প্রশিক্ষণ শিবিরে মেয়েরা অংশ নিয়েছিলেন, লক্ষ্য একটাই নিজের পায়ে দাঁড়ানো, প্রতিরোধ গড়ে তোলা দুষ্কৃতীদের বিরুদ্ধে, যাতে করে নিজের নিরাপত্তা নিজেই নিতে সক্ষম হয় তারা।শুধু শহর দুর্গাপুর নয়, ভিন রাজ্যের মেয়েরাও আজ এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিচ্ছে, নিজেদের মতো করে সুরক্ষা বলয় তৈরী করছে, বার্তা দিচ্ছে কোনো অংশে পিছিয়ে নেই আমরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মেয়েদের সুরক্ষার ভাবনাকে বাস্তব রূপ দিতে আরো বড় আকারে মেয়েদের জন্য কিছু করার ইচ্ছে তাদের রয়েছে,আর ক্যারাটে প্রশিক্ষকরা বলছেন, ক্লাবের ভাবনা অত্যন্ত সমর্থক, আজ নারী সুরক্ষা সব চেয়ে বেশী করে দরকার, আর সেই সুরক্ষায় যদি মেয়েরা নিজেদের পায়ে নিজেরাই দাঁড়াতে পারে নিশ্চিত করতে পারে নিজেদের নিরাপত্তা এর চেয়ে বেশী কিছু আর হতে পারেনা। আর যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা বলছেন, মেয়েদের নিরাপত্তা আজ সবচেয়ে বড়সড় প্রশ্নের মুখে তাই আমরা এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পেরেছি এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারেনা, উত্তরপ্রদেশের ঘটনা যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।সব মিলিয়ে মেয়েদের নিরাপত্তার প্রশ্নে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির যে একটা আলাদা বার্তা দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.