চুরির ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে। আইন কলেজের দুই পড়ুয়ার মোবাইল ও নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুই আইন কলেজের ছাত্রর মোবাইল ও সেমিস্টারের জন্য রাখা টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। শনিবার ভোর রাতে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির অন্তর্গত ৫৪ফুট এলাকার একটি বাড়ীতে এই চুরির ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাওড়া ও মুর্শিদাবাদের বাসিন্দা এই দুই আইন কলেজের পড়ুয়ার বক্তব্য, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ হটাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজ পান, ঘুম থেকে উঠে দেখেন তারা বাইরের ঘরের  বেসিন ভেঙে পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুটি দামী মোবাইল সেট ও ফাইনাল সেমিস্টারের জন্য রাখা ২৪হাজার টাকা নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে এই দুই পড়ুয়ার দাবী। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির আধিকারিক বিজয় দলপতি জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন কলেজের এই দুই পড়ুয়া দুর্গাপুররে ৫৪ফুটে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। বাড়ির মালিক আস্তিক গড়াই জানিয়েছেন, বছর দুয়েক আগে একই ভাবে ল্যাপটপ চুরি হয়েছিল। গোটা ঘটনায় এখন দুর্গাপুরের ৫৪ফুটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.