Posts

Showing posts from October, 2020

দুর্গাপুর ব্যারেজে এসে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্টকে ধমক দিলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির কাছে কড়া ধমক খেলেন সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট জয়ন্ত দাস। রবিবার দুর্গাপুর ব্যারেজ লকগেটের মেরামতির কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নিতে দুর্গাপুর ব্যারেজে আসেন শহরের মহানাগরিক,  সেচ দফতরের কাউকে দেখতে না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন দিলীপ বাবু। এরপর মহানাগরিক দিলীপ অগস্তির সামনে ছুটে আসেন সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট জয়ন্ত দাস এরপর শুরু হয় ধমক। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি সেচ দফতরের এই আধিকারিককে ধমক দিয়ে বলেন, ভুলে যাবেন না আমি মেয়র পানীয় জল নিয়ে আমার মাথাব্যাথার কারণ  রয়েছে আর গেট মেরামতির অগ্রগতি নিয়ে আপনারা আমাকেই অন্ধকারে রেখে দিচ্ছেন এটা মেনে নেব না। কেন এই সমন্বয়ের অভাব এই প্রশ্ন তুলে দুর্গাপুরের মেয়র বলেন, আমার সরকারের সেচ দফতরের চেয়ে অনেক ভালো দুর্গাপুর ইস্পাত কারখানার প্রযুক্তিবিদরা, কাজের অগ্রগতি নিয়ে বারবার এই প্রযুক্তিবিদরা তাকে ফোনে সব জানাচ্ছেন।  দুর্গাপুরের মেয়র সুর চড়িয়ে রবিবার বলেন, ২০১৭সালে যখন একই ভাবে এক নম্বর গেট ভেঙে গিয়েছিল তখন যুদ্ধকালীন তৎপরতাতে মন্ত্রী প্রযুক্তিবিদ সবাই দাঁড়িয়ে

প্রশাসনিক তৎপরতা তুঙ্গে থাকলেও এখনও দামোদর নদের জলের স্তর নামল না। আর এর জেরে দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির কাজে এখনও হাত দিতে পারলো না প্রযুক্তিবিদরা।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ব্যারেজের লকগেট মেরামতির কাজে এখনও হাত দিতে পারলো না ইঞ্জিনিয়াররা। দামোদর নদের জলের স্তর শনিবারের মতো না থাকলেও রবিবার সকাল পর্যন্ত ভাঙা গেট দিয়ে হু হু করে জল ঢুকছে,  আর এটি গেট মেরামতির ক্ষেত্রে এখন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইঞ্জিনিয়ারদের কাছে। রবিবার সকালে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার জয়ন্ত দাস পরিদর্শন করেন দুর্গাপুর ব্যারেজ, কথা বলেন,  এক্সপার্ট টিমের সদস্যদের সাথে কিন্তু জলের স্তর না নামা পর্যন্ত ভাঙা লকগেট মেরামতি করা সম্ভব নয় বলে জানান জয়ন্ত বাবু।ইতিমধ্যে পরিস্তিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে  সেচ দফতরের সচিব সহ একঝাঁক উচ্চপদস্থ আধিকারিক দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে আসছেন বলে দুর্গাপুরের সেচ দফতরের আধিকারিকরা জানিয়েছেন।  কিন্তু কখন ভাঙা লকগেট মেরামতির কাজ শুরু করা যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এইদিকে। লকগেট মেরামতির কাজে নিযুক্ত এক ঠিকাদার বলছেন, বালির বস্তা ফেলে ৩১নম্বর গেট পর্যন্ত যাওয়ার রাস্তা বানানোর কাজ চলছে,  কিন্তু সেই ক্ষেত্রেও কাজ ধীর গতিতে করতে হচ্ছে,কাজের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দামোদরের সেই জলের স্তর।  শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর গ

করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে দুর্গাপুর ব্যারেজে জনতার ঢল। কৌতুহলী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোথায় করোনার দাপট? কার্যতঃ জনতার ঢলে মারণ ভাইরাসের দাপট উধাও। পুজোতে হাজারো সতর্কতা জারি করেছিল সরকার, জারি করেছিল সংক্রমণ এড়াতে হাজারো সতর্কবার্তার তালিকা।  কিন্তু কোথায় কি? স্বাস্থ্য বিধির হাজারো সতর্কীবার্তার তালিকা শিকেয় তুলে দিয়ে ব্যারেজের ভাঙা লকগেট দিয়ে কিভাবে জলের স্রোত বইছে তা দেখতে দুর্গাপুর ব্যারাজে নামলো মানুষের ঢল, যে কৌতূহলী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে।  কার্যতঃ শনিবার বিকেল গড়াতেই দুর্গাপুর ব্যারেজ রূপ নেয় বড় মেলার, যাদের মুখে না ছিল মাস্ক না ছিল সরকারী স্বাস্থ্য বিধি মানার কোনো লক্ষণ। অসহায় প্রশাসন দুর্ঘটনা এড়াতে ঘন ঘন মাইকিং করলেও কাজের কাজ আর কিছু হয়নি।  করোনার রক্তচক্ষু উপেক্ষা করে পুজোর পড়ে এই বাড়তি আনন্দের পাওনা উপভোগ করতে কেউ এতটুকু সুযোগ হাতছাড়া করতে চায়নি।  বলা যেতে পারে আট থেকে আশি দুর্গাপুর ব্যারেজে শনিবার  জনতার ঢলের কাছে হার মানতে বাধ্য হল মারণ ভাইরাস করোনা।

দুর্গাপুর ব্যারেজে লকগেট পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট ভেঙে গিয়ে বিপত্তি বাঁধে। কিভাবে এই লকগেট ভাঙলো তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।  যদিও এই গেটটি সংস্কারের তালিকায় ছিল বলে জানা গেছে। গত ২০১৭সালের নভেম্বর মাসে দুর্গাপুর ব্যারেজের এক নম্বর লকগেট ভেঙে গিয়ে বিপত্তি বেঁধেছিল।  ফের লকগেট ভেঙে বিপত্তি বাঁধার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, ঘুরে দেখেন দুর্গাপুর ব্যারেজ, কথা বলেন সেচ দফতরের আধিকারিকদের সাথে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান,  দুর্গাপুর ব্যারেজের পাঁচটি গেট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে,যতক্ষণ জলের স্তর না কমছে ততক্ষন কাজে হাত দেওয়া সম্ভব নয় বলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন। জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি তৈরী হবে না তো?  সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, সতর্কতা জারি করা হয়েছে ঠিকই কিন্তু এই পরিস্থিতি তৈরী হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর পানীয় জলের কোনোরকম সংকট তৈরী হবে না বলেও জেলা শাসক জানিয়েছেন। 

জোড়াতাপ্পি দিয়ে নয় এইবার স্থায়ী মেরামতি হোক দুর্গাপুর ব্যারেজের লকগেট, মন্তব্য দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়ের।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট ভেঙে বিপত্তি বাঁধে।  এই দুর্ঘটনার জন্য রাজ্য ও কেন্দ্র দুই সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেব রায়। লকগেট দেখতে এসে সন্তোষ বাবু কথা বলেন সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের সাথে,  বলেন যদি লকগেট মেরামতিতে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষর সাহায্য চান তাহলে সেই সহযোগিতা আপনারা পাবেন। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায় বলেন,  লকগেটের স্থায়ী মেরামতির দাবী তিনি বিধানসভায় তুলেছিলেন কিন্তু গা করেনি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারকেও তিনি চিঠি দিয়ে বিষয়টি তিনি জানিয়েছিলেন উত্তরে তাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল এটি রাজ্য সরকারের বিষয়।  দুই সরকারের এই দড়ি টানাটানি আর গুরুত্ব না দেওয়ার জন্য আজ ফের সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লো, এর উত্তর কে দেবে। এইদিকে লকগেট মেরামতির জন্য বিশেষ একটি দল কলকাতা থেকে খুব তাড়াতাড়ি দুর্গাপুর আসছে। এইদিকে দুর্গাপুর ব্যারেজের ওপর কৌতুহলী মানুষের ভিড় জমে যাওয়াতে ব্যাপক যানজট তৈরী হয়েছে যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। দুর্গাপুর

দুর্গাপুর ব্যারেজের লকগেট আগে কেন মেরামত করা হল না প্রশ্ন তুললেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, অযথা রাজনীতি করে লাভ নেই পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের। জল অপচয় করবেন না বার্তা দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর ব্যারেজের লক গেট ভেঙে যাওয়ায় এবার রাজ্য সরকারের ব্যার্থতাকেই দায়ী করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার। শনিবার দুর্গাপুর ব্যারেজ দিয়ে কলকাতা যাওয়ার পথে ঠিক এই প্রতিক্রিয়া দিলেন সুভাষবাবু।  বাঁকুড়ার সাংসদের প্রশ্ন কেন বছর তিনেক আগে এক নম্বর লকগেট ভাঙার পরও সেই অর্থে কোনো উদ্যোগ সরকারী স্তরে নেওয়া হল না।  শনিবার সকাল দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট ভেঙে বিপত্তি বাঁধে। খবর পেয়ে দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন,  ঘুরে দেখেন এলাকা।কিন্তু অদ্ভুতভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেলেও সেচ দফতরের কর্মী বা আধিকারিকদের দেখা মেলেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল রাজ্য সরকারের ব্যার্থতার অভিযোগ অস্বীকার করে বলেন,  আগের ঘটনা ঘটার পর ধাপে ধাপে লকগেট মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছিল, যেখানে এই ৩১নম্বর গেটও ছিল, এরই মধ্যে শনিবার এই দুর্ঘটনা ঘটে যায়, অযথা রাজনীতি করে লাভ নেই। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ

দুর্গাপুর ব্যারেজের লক গেট ভেঙে বিপত্তি।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=দামোদর ব্যারেজের  লকগেট ভেঙে বিপত্তি বাড়লো। দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর গেট ভেঙে এই বিপত্তি বাড়লো। জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে।  সেচ দফতরের আধিকারিকরা জরুরি ভিত্তিতে গেট মেরামতির উদ্যোগ নিচ্ছেন।বছর তিনেক আগে ঠিক একইভাবে দামোদর ব্যারাজের এক নম্বর লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল, সেই সময় দিন চার লেগেছিল গেটের মেরামতির কাজ শেষ করতে,  গেট মেরামতির কাজ চলাকালীন  ব্যাপক জল সংকট তৈরী হয়েছিল শহর দুর্গাপুরে। এইদিকে শনিবার সকালে দামোদর ব্যারাজের ৩১নম্বর গেট ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সকাল থেকে কৌতুহলী মানুষের ভিড় জমে যায় দামোদর ব্যারাজে,  যে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, যানজট তৈরী হয় দামোদর ব্যারাজে রোডে।

সম্প্রীতির রক্তদানে ব্রতী হল দুর্গাপুরের কাজী নজরুল স্পোর্টিং ক্লাব।বিশ্ব নবী দিবস আর কোজাগরী লক্ষী পুজোর দিনে হল রক্তদানের মতো এক মহতী উদ্যোগের সূচনা।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=শুক্রবার বিশ্ব নবী দিবস, হজরত মহম্মদের জন্মদিন, একই সাথে শুক্রবারে বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষী পুজো। দুই সম্প্রদায়ের আজ মেলবন্ধন ঘটলো দুর্গাপুর নগর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের সগরভাঙ্গা মুসলিম পাড়ায় কাজী নজরুল স্পোর্টিং ক্লাবের রক্তদানের শিবিরে।   সুদীপ দাসের মতো ছা পোষা মানুষ জানেন না তার দেওয়া রক্ত কে পাবে আর একইভাবে  মহম্মদ মোজ্জাম্মেল হোসেন কাদরীও জানেন না সরকারী হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে তার দেওয়া রক্ত কে কখন পাবে।   বাংলার সপ্রীতির বার্তার ধারক বাহকরা আজ ধর্মের ছুৎমার্গ সব কিছু ভুলে ভেসে গেল আনন্দের এক অন্য জোয়ারে। সগরভাঙার মুসলিম পাড়ায় কাজী নজরুল ইসলাম স্পোটিং ক্লাবের উদ্যোগে সম্প্রীতির এই রক্তদানে প্রায় ৬০জন রক্তদাতা রক্তদান করলেন।   আয়োজকদের তরফে মহম্মদ মোজাম্মেল হোসেন কাজী জানালেন, আজ বিশ্ব নবী দিবস হজরত মহম্মদের জন্মদিন যা আমাদের কাছে এক উৎসব আর অন্যদিকে কোজাগরী লক্ষী পুজোও পড়েছে এই একই দিনে, আমরা ধর্ম বুঝিনা,   বুঝিনা ধর্মের নামে কোনো নোংরা খেলা বুঝি শুধু দুই সম্প্রদায়ের পবিত্র এই দিনে যে রক্ত দেওয়া হচ্ছে সেই রক্ত কারোর প্রাণ বাঁচাবে এর চেয়ে বড় প্র

অভিযান চালিয়ে দুর্গাপুরে বেশ কয়েকটি বেআইনী হুক্কাবার বন্ধ করে দিল দুর্গাপুর নগর নিগম।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে রমরমিয়ে চলছিল বেআইনী হুক্কাবার। বাদ যায়নি ঝাঁ চকচকে শপিং মলের ভেতরে থাকা একটি হুক্কাবারও।  যেখানে মায়াবী রাতে রঙিন নেশায় মেতে উঠতো উঠতি যুবক যুবতীরা। শুক্রবার নেশার এই মায়াবী হাতছানির রমরমা কারবার বন্ধে অভিযানে নামল দুর্গাপুর নগর নিগম।  মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় এই অভিযানে নেতৃত্ব দেন। বেঙ্গল অম্বুজার বেশ কয়েকটি হুক্কাবারের সাথে নগর নিগম অভিযান চালায় সিটিসেন্টারের গান্ধীমোড়ের কাছে থাকা একটি শপিং মলে ককটেল নামে একটি হুক্কবারে।  মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, কোনোরকম অনুমতি ছাড়া পুলিশ আর পুরসভাকে অন্ধকারে রেখে এই বেআইনী হুক্কাবার গুলি চলছিল, যাদের না আছে হুক্কাবার চালানোর বৈধ লাইসেন্স না আছে অন্য সব নথি, অবিলম্বে এই বেআইনী হুক্কাবারগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুর নগর নিগমের তরফে।  শুধু যে হুক্কাবার চলতো  এগুলিতে তা নয় হুক্কবারের অন্তরালে চলতো ড্যান্স ফ্লোর, যেখানে চলতো ভিন্ন স্বাদের হুক্কার সুখটানের পাশাপাশি উদ্দাম নৃত্যের, অন্ততঃ এমনটাই অভিযোগ শহরবাসীর। দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ

বামেদের ডাকা ধর্মঘটে নেই বিএমএস, দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তগুলি প্রত্যাহারের দাবীতে সামনের মাসের২৬তারিখ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা, এই ধর্মঘটের বিরুদ্ধে রাস্তায় না নামলেও ধর্মঘটে সামিল হচ্ছেনা বিএমএস।  বৃহস্পতিবার দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের এই মনোভাবকে স্পষ্ট করে দিলেন বিএমএস এর রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক উজ্জ্বল মুখার্জী জানালেন আমরা কোনো রাজনৈতিক দলের তাবেদারী করিনা,  কেন্দ্রের সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে যেমন আমরা আন্দোলন জারি রেখেছি,ঠিক তেমনি কেন্দ্রের নুতন শ্রম নীতির প্রতিবাদে বিএমএস ই প্রথম সোচ্চার হয়েছে,  আমরা ধর্মঘট করিনি এমনটা নয় কিন্তু অহেতুক ধর্মঘট ডেকে মানুষের অসুবিধা তৈরী করার পক্ষে আমরা নই বলে উজ্জ্বল বাবু জানিয়েছেন। নন্দীগ্রামে সংগঠনের নেতৃত্বের ওপর হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই অভিযোগ এনে বিএমএসের রাজ্যের সাধারণ সম্পাদক উজ্জ্বল মুখার্জী জানান,  অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবীতে সামনের মাসে তিন তারিখ রাজ্য জুড়ে মহকুমা শাসক ও জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বি

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু দুর্গাপুরে, তদন্তে পুলিশ।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর =বৃহস্পতিবার সাতসকালে কাঁকসা থানার অন্তর্গত বিদবিহারের অজয়পল্লী থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করল। বছর ২৬এর এই গৃহবধূর নাম অনিমা বারুই বলে পুলিশ সূত্রে জানা গেছে। বছর ছয়েক আগে নবদ্বীপের অনিমার সাথে দুর্গাপুরের বিদবিহারের প্রদীপ বারুইয়ের বিয়ে হয়েছিল।  বৃহস্পতিবার সকালে অনিমার ঝুলন্ত দেহ বিদবিহার পঞ্চায়েতের অধীন অজয়পল্লী থেকে পুলিশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অনিমার স্বামী প্রদীপ বারুই পলাতক। ঠিক কি কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।ময়না তদন্তের জন্য অনিমা বারুইয়ের মৃতদেহ পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।  স্থানীয়দের সূত্রে জানা গেছে বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি লেগেই থাকতো, এই অশান্তি থেকেই এই মৃত্যু কিনা তাও খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।

একুশের বিধানসভা নির্বাচনে সন্ত্রাসের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ হবে দুর্গাপুরে এসে মন্তব্য বিজেপি নেতা রাজু ব্যানার্জীর।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=পাহাড় থেকে জঙ্গল। বিমল গুরুং থেকে ছত্রধর মাহাতো একসময় যারা ছিল দুষ্কৃতী আজ তারাই হল রাজ্যের শাসক দলের নয়নের মনি। দুর্গাপুরে দলের এক সাংগঠনিক সভাতে যোগ দিতে এসে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে এই ভাষাতেই আক্রমণ করলেন, বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী।  খুন সহ নানা অপরাধমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিমল ছাত্রদের বিরুদ্ধে মামলা করেছিল, আজ ওরাই সরকারের শরণাপন্ন হয়েছে আর এতেই সাতখুন মাপ হয়ে গেছে তাদের, এই অভিযোগ করে বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জী হুঁশিয়ারি দেন একুশের ভোটে গুন্ডা মাফিয়াদের নিয়ে ভোটে জেতার চেষ্টা হলে মানুষ প্রতিরোধ তৈরী করবে আর দলের কর্মীরাও প্রস্তুত পাল্টা প্রতিরোধ গড়তে।  বুলেট নয় ব্যালটে জবাব দেবে বিজেপি জানিয়ে দেন বিজেপি নেতা রাজু ব্যানার্জী।বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনে দলীয় কার্যালয়ে সাত জেলার সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবশঙ্কর, ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার,  পশ্চিম বর্ধমান জেলা  সাংগঠনিক সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে এসে বিজেপির রাঢ় বঙ্গে

কেন্দ্রীয় শ্রম আইনের প্রতিবাদে দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের নুতন শ্রম আইন শ্রমিক বিরোধী, তাই অবিলম্বে এই শ্রম আইন প্রত্যাহার করতে হবে। বুধবার এই দাবীকে সামনে রেখে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হল বিএমএস অনুমোদিত দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের কর্মী সমর্থকরা।  দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের সাধারণ সম্পাদক মৃন্ময় ব্যানার্জী জানান, যে শ্রম আইন আসতে চলেছে তাতে শ্রমিক স্বার্থ ক্ষুন্ন হবে তাই অবিলম্বে সরকার যদি এই শ্রম আইন প্রত্যাহার না করে খুব তাড়াতাড়ি আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবেন।  বিএমএসের পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি অরূপ রায় সহ আরো অনেক নেতৃবৃন্দ বুধবারের এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। 

করোনার ছোবল রুখতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বহু প্রাচীন গৌর বাজার মেলা বন্ধ রাখা হল এই বছর।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=মা উমার বিদায় লগ্নে এই মেলা হতো, লাউদোহার এই মেলা গৌর বাজার মেলা নামেই পরিচিত ছিল। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত মেলা বসতো, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কম বেশী আড়াইশো বছর ধরে দুর্গাপুরের লাউদোহার গৌর বাজারে অজয় নদের ধারে এই মেলা মানুষের মিলন ক্ষেত্র ছিল।  এখানে প্রতিমা বিসর্জন হতো না কিন্তু লাউদোহা ও তার পাশ্ববর্তী এলাকার যত পুজো আছে সব প্রতিমা গৌর বাজারের এই মেলায় ঘুরিয়ে যে যার মতো করে পছন্দের বিসর্জন ঘাটে নিয়ে গিয়ে ভাসান দিত। এই মেলায় অনেক দোকান বসতো, বীরভূম বাঁকুড়া বর্ধমান থেকে প্রচুর মানুষ এই মেলায় ভিড় জমাতো,  কেনাকেটা করতো। এই বছর মারণ ভাইরাসের দাপটে বন্ধ আড়াইশো বছরের সেই পুরোনো মেলা। আয়োজকদের তরফে বিশেষ শান্তি কমিটির সদস্যরা নিজেরা বসে ঠিক করেছে, এইবার মানুষের ভিড় এড়াতে মেলা বন্ধ থাকুক কারণ আগে সবাই সুস্থ থাকুক, আর রইল আনন্দের কথা সেটা না হয় পরের বছর হবে।  গৌর বাজার শান্তি কমিটির সদস্য বিশ্বজিৎ পান্ডে জানান, দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই মেলা চলতো, সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে আরো দুই একদিন মেলার সময়কাল বাড়ানো হতো, কিন্তু এইবার মারণ ভাইরাসের সংক্রমণ এ

দুর্গাপুরে দামোদর নদের দূষণ রুখতে বিশেষ তৎপর দুর্গাপুর নগর নিগম, বিসর্জনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা আসানসোল দুর্গাপুর পুলিশের।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুরের দামোদর নদে যাতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে কোনোরকম দূষণ না হয় তার জন্য তার জন্য বাড়তি সতর্কতা নিল দুর্গাপুর নগর নিগম। প্রতিমা বিসর্জনের ফুল বেলপাতা বা অন্য পুজোর উপকরণ দামোদর নদের জলে যাতে না মেশে তার জন্য আলাদা করে ব্যারিকেড করা হল।  দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দামোদরের দূষণ রুখতে এবার বাড়তি উদ্যোগ নিয়েছে পুরসভা বিসর্জন ঘাটের একপাশে এই ফুল বা পুজোর অন্যান্য উপকরণ ফেলার আলাদা জায়গা করা হয়েছে,  একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের কোকওভেন থানার পুলিশের উদ্যোগে বিসর্জন ঘাটের চারপাশে সিসিটিভি বসানো হয়েছে যাতে করে বিসর্জন করতে গিয়ে কোনোরকম দুর্ঘটনার কবলে কেউ পড়লে দেখা মাত্রই তড়িঘড়ি বিশেষ উদ্ধারকারী দলকে জলে নামানো যায়।  এইদিকে মারণ ভাইরাস করোনা মোকাবিলায় কেউ যদি মাস্ক না পড়ে বিসর্জন ঘাটে আসে তাহলে তাকে মাস্ক দেওয়া হচ্ছে, স্বাস্থ্য বিধি মেনে যাতে সবাই চলে তার জন্য মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে দামোদর বিসর্জন ঘাট চত্বরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দামোদর নদে বিসর্জন ঘাট চত্বরে রয়েছে পুলিশ।

পঞ্চান্ন বছর পর এই প্রথম করোনা আবহে দুর্গাপুরে বন্ধ রাখার সিদ্ধান্ত রাবন পোড়া অনুষ্ঠান।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রতি বছর দশমীর দিন দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে হতো দশেরা যা বাঙালিরা রাবন পোড়া বলে জানতো। অশুভ শক্তির বিনাশের মধ্যে দিয়ে শুভ শক্তিকে আগমনকে স্বাগত জানাতো হতো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। টানা ৫৫বছর ধরে চলা এই অনুষ্টান বন্ধ রাখা হল।   আয়োজক অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের তরফে উমেশ প্রসাদ জানিয়েছেন, করোনার জন্য ভিড় এড়াতে এই অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ও দুর্গাপুরের আশপাশ এলাকা থেকে প্রচুর মানুষ এই রাবন পোড়ার অনুষ্ঠান দেখতে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে জড়ো হতো,  উদ্যোক্তারা জানিয়েছে কমবেশী প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো মানুষ এই অনুষ্ঠান দেখতে দুর্গাপুর ছুটে আসতো।করোনা আবহে ধর্মীয় এই অনুষ্ঠান এই বছর বন্ধ থাকায় কোথাও যেন একটা বিষাদের সুর শিল্পাঞ্চল দুর্গাপুরের আকাশে বাতাসে।

দুর্গাপুরে পুকুরের জল থেকে মিলল যুবকের মৃতদেহ, তদন্তে নামল পুলিশ।

Image
  নিউজ বেঙ্গল দুর্গাপুর= মঙ্গলবার সাতসকালে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত কালীগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে বছর পঁয়ত্রিশের এক যুবকের মৃতদেহ ভেসে উঠল পুকুরের জলে। মৃতের নাম বাবু বাগ বলে পুলিশ সূত্রে জানা গেছে।  সোমবার বিকেল পাঁচটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাবুকে, পুজোর সময় ঠাকুর দেখতে গেছে এই ভেবে পরিবারের লোকজন খুব একটা গুরুত্ব দেয়নি বিষয়টিকে, কিন্তু রাত পর্যন্ত বাবুর খোঁজ না মেলায় শুরু হয় খোঁজাখুঁজি, এরপর মঙ্গলবার সকালে কালীগঞ্জের বাবুর বাড়ির ঠিক পাশের একটি পুকুরে একজনের মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন,  পরিবারের লোক বাবুর মৃতদেহ সনাক্ত করার পর বিধাননগর ফাঁড়ির পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এখন পুলিশ খতিয়ে দেখছে বছর পঁয়ত্রিশের বাবু ব্যাগের মৃতদেহ কিভাবে পুকুরের জলে চলে এল। গোটা ঘটনায় একাদশীর সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।