দুর্গাপুর ব্যারেজে এসে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্টকে ধমক দিলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির কাছে কড়া ধমক খেলেন সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট জয়ন্ত দাস। রবিবার দুর্গাপুর ব্যারেজ লকগেটের মেরামতির কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নিতে দুর্গাপুর ব্যারেজে আসেন শহরের মহানাগরিক, সেচ দফতরের কাউকে দেখতে না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন দিলীপ বাবু। এরপর মহানাগরিক দিলীপ অগস্তির সামনে ছুটে আসেন সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট জয়ন্ত দাস এরপর শুরু হয় ধমক। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি সেচ দফতরের এই আধিকারিককে ধমক দিয়ে বলেন, ভুলে যাবেন না আমি মেয়র পানীয় জল নিয়ে আমার মাথাব্যাথার কারণ রয়েছে আর গেট মেরামতির অগ্রগতি নিয়ে আপনারা আমাকেই অন্ধকারে রেখে দিচ্ছেন এটা মেনে নেব না। কেন এই সমন্বয়ের অভাব এই প্রশ্ন তুলে দুর্গাপুরের মেয়র বলেন, আমার সরকারের সেচ দফতরের চেয়ে অনেক ভালো দুর্গাপুর ইস্পাত কারখানার প্রযুক্তিবিদরা, কাজের অগ্রগতি নিয়ে বারবার এই প্রযুক্তিবিদরা তাকে ফোনে সব জানাচ্ছেন। দুর্গাপুরের মেয়র সুর চড়িয়ে রবিবার বলেন, ২০১৭সালে যখন একই ভাবে এক নম্বর গেট ভেঙে গিয়েছিল তখন যুদ্ধকালীন তৎপরতাতে মন্ত্রী প্রযুক্তিবিদ সবাই দাঁড়িয়ে থেকে সমস্যা মিটিয়েছিল, আর এইবার কিছুই দেখা যাচ্ছেনা আর এতে গতি পাচ্ছে না কাজের গতি।সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট জয়ন্ত দাস জানান, জলের স্তর না নামলেও রবিবার দুপুর থেকে বিকল্প পথে কাজে গতি আনা হবে, স্টপ লক দিয়ে কাজ করে গেটের মেরামতির কাজ শুরু করার ভাবনা রয়েছে তাদের, আঠারো ঘন্টা লাগবে এই মেরামতির কাজ শেষ হতে, আবার কাজ শেষ হওয়ার পর ডিভিসি থেকে জল ছাড়ার প্রক্রিয়া শুরু করতে আরো আঠারো ঘন্টা সময় লাগবে, সব মিলিয়ে এই প্রক্রিয়া শেষ হতে মঙ্গলবার দুপুর গড়িয়ে যেতে পারে বলে সেচ দফতরের এই আধিকারিক জানিয়েছেন। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি জানান, জলের পাউচ বোরো অফিসগুলিতে দেওয়া হয়েছে আর আসানসোল বাঁকুড়া থেকে জলের ট্যাঙ্কার এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হচ্ছে।

Comments

  1. ওই কাজ DSP র heavy maintence এবং cem ছাড়া তাড়াতাড়ি করা সম্ভব নয়।

    ReplyDelete
  2. ওই কাজ DSP র heavy maintence এবং cem ছাড়া তাড়াতাড়ি করা সম্ভব নয়।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.