করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে দুর্গাপুর ব্যারেজে জনতার ঢল। কৌতুহলী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোথায় করোনার দাপট? কার্যতঃ জনতার ঢলে মারণ ভাইরাসের দাপট উধাও। পুজোতে হাজারো সতর্কতা জারি করেছিল সরকার, জারি করেছিল সংক্রমণ এড়াতে হাজারো সতর্কবার্তার তালিকা। কিন্তু কোথায় কি? স্বাস্থ্য বিধির হাজারো সতর্কীবার্তার তালিকা শিকেয় তুলে দিয়ে ব্যারেজের ভাঙা লকগেট দিয়ে কিভাবে জলের স্রোত বইছে তা দেখতে দুর্গাপুর ব্যারাজে নামলো মানুষের ঢল, যে কৌতূহলী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। কার্যতঃ শনিবার বিকেল গড়াতেই দুর্গাপুর ব্যারেজ রূপ নেয় বড় মেলার, যাদের মুখে না ছিল মাস্ক না ছিল সরকারী স্বাস্থ্য বিধি মানার কোনো লক্ষণ। অসহায় প্রশাসন দুর্ঘটনা এড়াতে ঘন ঘন মাইকিং করলেও কাজের কাজ আর কিছু হয়নি। করোনার রক্তচক্ষু উপেক্ষা করে পুজোর পড়ে এই বাড়তি আনন্দের পাওনা উপভোগ করতে কেউ এতটুকু সুযোগ হাতছাড়া করতে চায়নি। বলা যেতে পারে আট থেকে আশি দুর্গাপুর ব্যারেজে শনিবার  জনতার ঢলের কাছে হার মানতে বাধ্য হল মারণ ভাইরাস করোনা।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.