Posts

বেতন বৈষম্য,দুর্গাপুরে বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ আই.এন.টি.ইউ.সি ও সি.আই.টি.ইউকর্মী সমর্থকদের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =বেতন বৈষম্য স্থায়ী কর্মীদের এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার দুর্গাপুরে জি.ই কারখানার সামনে বিক্ষোভে সামিল হলো সিআইটিইউ ও আই.এন.টি.ইউ.সি কর্মী সমর্থকরা। অভিযোগ,স্রেফ সি.আই.টি.ইউ ও আই.এন.টি.ইউ.সি করার অপরাধে বেশ কিছু স্থায়ী কর্মীকে চুক্তিমাফিক বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ,আর সবটাই হচ্ছে তৃণমূল শ্রমিক নেতৃত্বের অঙ্গুলি হেলনে। কংগ্রেস নেতা অশোক শাসমলের হুঁশিয়ারি যদি কর্তৃপক্ষ এই বৈষম্য দূর করার ব্যাপারে কোনোরকম উদ্যোগী ভূমিকা না নেয় তাহলে আরো বড় আন্দোলন তারা সংগঠিত করবেন। কারখানার আই.এন.টি.ইউ.সি নেতা সিদ্ধার্থ শঙ্কর দত্ত জানান যদি এতে কর্তৃপক্ষ বোঝে খুব ভালো নাহলে আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে যার দায় কর্তৃপক্ষ আর তৃণমূল নেতৃত্বকে নিতে হবে, কারণ শুধু বেতন বৈষম্য নয়,তাদের দলের সমর্থক হওয়ায় বেশ কয়েকজন অস্থায়ী ঠিকা শ্রমিককে গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না, অতিমারীর এই সময় তারা না খেয়ে রয়েছেন।অবিলম্বে দাবিগুলি পুনর্বিবেচনা করা না হলে সিআইটিইউ ও আই.এন.টি.ইউ.সি এক হয়ে অন্য আন্দোলনে নামবেন।

প্রয়াত কংগ্রেস নেতা বংশীবদন কর্মকারের স্মরণসভা দুর্গাপুরে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা প্রয়াত বংশীবদন কর্মকারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা হলো দুর্গাপুরে। বিধাননগর হাউসিং কলোনিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই স্মরণসভায় কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী, তিন নম্বর ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বংশীবদন কর্মকারের শুন্যতা পূরণ হয়নি এখনও এই মন্তব্য করে তিন নম্বর ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল বলেন, শ্রমিক আন্দোলনে বংশীবাবুর অবদান আজও একবাক্যে সবাই স্বীকার করেন।  একই সাথে তিন নম্বর ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল বলেন, প্রয়াত নেতা বংশীবদন কর্মকারের দেখানো পথ অনুসরণ করে আমরা এই কোভিড আবহে দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি, খাবার পৌঁছে দিচ্ছি কোভিড আক্রান্ত পরিবারগুলির ঘরে ঘরে।  বিকাশ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট কংগ্রেস নেতারা শুক্রবারের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন.

তোলাবাজির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে প্রতিবাদে হকারদের বিক্ষোভ থানায়, উত্তেজনা দুর্গাপুরে, আইন নিজের পথে চলবে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ব্যবসা শুরু করলেই দিতে হবে টাকা, অঙ্কটা ব্যাবসার শুরুর লগ্নে প্রায় লক্ষধিক টাকা, আর মাসহারা বাবদ ষোলো হাজার টাকা। দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগে বেশ কয়েকদিন ধরে হকারদের ক্ষোভ জমা হচ্ছিল।  যার যবনিকা পড়লো রবিবার সকালে।তেলেভাজা দোকান করে কোনোক্রমে দিন গুজরান করেন সুরজ প্রসাদ সাউ। অভিযোগ এই তৃণমূল কর্মীর দাবীমাফিক টাকা দিতে না পাড়ায় সুরজের ঘরে ঢুকে খোকন রুইদাস নামে ঐ তৃণমূল কর্মীর অনুগামীরা ব্যাপক মারধর করে,  রেহাই পায়নি সুরজের স্ত্রীও। এরপরই উত্তেজিত মুচিপাড়া বাজারের হকাররা চলে আসে বিধাননগর ফাঁড়ির সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। যতক্ষণ না পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মী খোকন রুইদাস ও তার দলবলদের বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছে ততক্ষন এই আন্দোলন জারি রাখা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন হকার ও তাদের পরিবারের সদস্যরা।  পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় ২৮নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অঙ্কিতা চৌধুরী, দুর্গাপুর নগর নিগমের এই  কাউন্সিলার তথা শিক্ষা বিভাগের এই  মেয়র পারিষদ জানিয়ে দেন আইন তার নিজস্ব পথেই চলবে। গোটা ঘটনায় নিমেষে উত্তেজনা ছ

দুর্গাপুরে সিপিআইএমের দলীয় কার্যালয় দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।

Image
নিউজ বেঙ্গল  দুর্গাপুর =সিপিআইএমের দলীয় কার্যালয় দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।  শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে নিমেষে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে।  পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পড়ে পুলিশের উপস্থিতিতে ফের নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে সিপিআইএম নেতৃত্ব। দলের নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ,  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় কার্যালয় তালা মেরে দিয়ে সেই অফিসে তৃণমূলের দলীয় ঝান্ডা লাগিয়ে দেয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।  দলের নেতা পার্থসারথি দাসের পাল্টা অভিযোগ,পায়ের নিচে থেকে জমি সরে গেছে সিপিআইএমের আর তাই মিথ্যে অভিযোগ করে তারা বাজার গরম করতে চাইছে। 

গুলি চালনার ঘটনায় দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশ গ্রেপ্তার করল মূল অভিযুক্তকে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত সুভাষপল্লীতে মহিলাকে গুলি চালনার ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।  আরজু উপাধ্যায় নামে অভিযুক্ত ব্যাক্তি ঐ মহিলার সম্পর্কে ভাই। ইতিমধ্যে সোমবার পুলিশ বেবি দুবে নামে গুলিবিদ্ধ ঐ মহিলার ছেলে বিক্রম দেবকে গ্রেপ্তার করেছিল।  এরপরই গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনশীপ থানার পুলিশ ডিভিসি মোড় সংলগ্ন পরিত্যক্ত আবাসনের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ আরজুকে গ্রেপ্তার করে।  পুলিশের প্রাথমিক অনুমান সম্ভতঃ এই ওয়ান সাটার বন্দুক দিয়েই বৃহস্পতিবার দুপুরে ঘরে ঢুকে দিদিকে পরপর দুটি গুলি করেছিল আরজু।  সূত্রমাফিক জানা গেছে,বছর খানেক আগে বেবি দুবের স্বামী মারা যান, এরপর থেকেই সুভাষপল্লীরই বাসিন্দা সুভাষ রায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে বেবির    এই সুভাষ বেবি দেবীর স্বামী বিজয় দুবের সাথে গাড়ি চালানোর সময় সহ চালকের ভূমিকায় থাকতো। মাস দেড়েক আগে সুভাষের সাথে বেবির বিয়ে হয়। আর এরপর থেকেই সাংসারিক অশান্তি চরমে ওঠে।  সুভাষের সাথে বেবি দুবের ছেলে বিক্রমের বন্ধুত্ব ছিল, তাই মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী হিসেবে মনে মনে সুভাষকে মেনে নিতে পারেনি  মহিলার বড় ছ

দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের সমর্থনে প্রচার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজার উদ্যোগে দুর্গাপুর পশ্চিমের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শহরে। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সুকুমার নগর থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে এই প্রচার করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।  দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজা বলেন, ধর্ম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি, কিন্তু এই বাংলা তার ঘরের মেয়েকেই চাই আর নিশ্চিতভাবে উন্নয়নের সেই নিরিখে তৃণমূল কংগ্রেসই জিতবে নির্বাচনে।  দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের সমর্থনে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে ঝড় তুললেন শহর দুর্গাপুরে।

জয়ের ব্যাপারে আশাবাদী দুর্গাপুর পশ্চিমের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সন্দীপ শিকদার।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ভুমিপুত্র বলে মানুষ তাঁকে গ্রহন করেছে , অন্তত ২লক্ষ ভোট তিনি পাবেন এমনই দাবি রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী সন্দীপ শিকদারের ।  মানুষকে তিনি ভালবাসা বিলাতে এসেছেন , তাই দু হাতে উড়ন্ত চুমু ছুঁড়ে দিচ্ছেন প্রচারের সময় , এটাই তাঁর নির্বাচনের ইউএসপি । পেশায় আইন বিশেষজ্ঞ সন্দীপবাবু বড় দলগুলির সাথে পাল্লা দিয়ে বর্নাঢ্য প্রচার সারছেন ।  কিন্তু কেন তিনি ভোট পাবেন , এই প্রশ্নে তাঁর সাবলীল উত্তর , তিনি ভুমিপুত্র , পাশাপাশি তাঁর বিরূদ্ধে যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন , তাদের বিশ্বাস যোগ্যতা নেই ।কখনও অভিনব জীপ , কখনও সুসজ্জিত ট্যাবলোয় চড়ে প্রচার সারছেন । সকাল থেকে রাত পর্যন্ত চষে ফেলছেন নিজের বিধানসভা এলাকা ।  রাজ্যে যখন কোভিড আতংক জাঁকিয়ে বসেছে , তখন অন্যান্য দলগুলি প্রচুর মানুষ নিয়ে রোড শো করছে, সে সময় গুটিকয়েক মানুষ নিয়ে তিনি মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন এবং স্থানীয় ইস্যুর পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য ফিল্মসিটি,শিল্প সহ একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন ।