বেতন বৈষম্য,দুর্গাপুরে বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ আই.এন.টি.ইউ.সি ও সি.আই.টি.ইউকর্মী সমর্থকদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =বেতন বৈষম্য স্থায়ী কর্মীদের এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার দুর্গাপুরে জি.ই কারখানার সামনে বিক্ষোভে সামিল হলো সিআইটিইউ ও আই.এন.টি.ইউ.সি কর্মী সমর্থকরা।অভিযোগ,স্রেফ সি.আই.টি.ইউ ও আই.এন.টি.ইউ.সি করার অপরাধে বেশ কিছু স্থায়ী কর্মীকে চুক্তিমাফিক বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ,আর সবটাই হচ্ছে তৃণমূল শ্রমিক নেতৃত্বের অঙ্গুলি হেলনে।কংগ্রেস নেতা অশোক শাসমলের হুঁশিয়ারি যদি কর্তৃপক্ষ এই বৈষম্য দূর করার ব্যাপারে কোনোরকম উদ্যোগী ভূমিকা না নেয় তাহলে আরো বড় আন্দোলন তারা সংগঠিত করবেন।কারখানার আই.এন.টি.ইউ.সি নেতা সিদ্ধার্থ শঙ্কর দত্ত জানান যদি এতে কর্তৃপক্ষ বোঝে খুব ভালো নাহলে আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে যার দায় কর্তৃপক্ষ আর তৃণমূল নেতৃত্বকে নিতে হবে,কারণ শুধু বেতন বৈষম্য নয়,তাদের দলের সমর্থক হওয়ায় বেশ কয়েকজন অস্থায়ী ঠিকা শ্রমিককে গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না,অতিমারীর এই সময় তারা না খেয়ে রয়েছেন।অবিলম্বে দাবিগুলি পুনর্বিবেচনা করা না হলে সিআইটিইউ ও আই.এন.টি.ইউ.সি এক হয়ে অন্য আন্দোলনে নামবেন।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.