দুর্গাপুরে সিপিআইএমের দলীয় কার্যালয় দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।

নিউজ বেঙ্গল  দুর্গাপুর =সিপিআইএমের দলীয় কার্যালয় দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে নিমেষে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পড়ে পুলিশের উপস্থিতিতে ফের নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে সিপিআইএম নেতৃত্ব। দলের নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় কার্যালয় তালা মেরে দিয়ে সেই অফিসে তৃণমূলের দলীয় ঝান্ডা লাগিয়ে দেয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। দলের নেতা পার্থসারথি দাসের পাল্টা অভিযোগ,পায়ের নিচে থেকে জমি সরে গেছে সিপিআইএমের আর তাই মিথ্যে অভিযোগ করে তারা বাজার গরম করতে চাইছে। 

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.