প্রয়াত কংগ্রেস নেতা বংশীবদন কর্মকারের স্মরণসভা দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা প্রয়াত বংশীবদন কর্মকারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা হলো দুর্গাপুরে। বিধাননগর হাউসিং কলোনিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই স্মরণসভায় কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী, তিন নম্বর ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বংশীবদন কর্মকারের শুন্যতা পূরণ হয়নি এখনও এই মন্তব্য করে তিন নম্বর ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল বলেন, শ্রমিক আন্দোলনে বংশীবাবুর অবদান আজও একবাক্যে সবাই স্বীকার করেন। একই সাথে তিন নম্বর ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল বলেন, প্রয়াত নেতা বংশীবদন কর্মকারের দেখানো পথ অনুসরণ করে আমরা এই কোভিড আবহে দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি, খাবার পৌঁছে দিচ্ছি কোভিড আক্রান্ত পরিবারগুলির ঘরে ঘরে। বিকাশ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট কংগ্রেস নেতারা শুক্রবারের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.