গুলি চালনার ঘটনায় দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশ গ্রেপ্তার করল মূল অভিযুক্তকে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত সুভাষপল্লীতে মহিলাকে গুলি চালনার ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আরজু উপাধ্যায় নামে অভিযুক্ত ব্যাক্তি ঐ মহিলার সম্পর্কে ভাই। ইতিমধ্যে সোমবার পুলিশ বেবি দুবে নামে গুলিবিদ্ধ ঐ মহিলার ছেলে বিক্রম দেবকে গ্রেপ্তার করেছিল। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনশীপ থানার পুলিশ ডিভিসি মোড় সংলগ্ন পরিত্যক্ত আবাসনের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ আরজুকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভতঃ এই ওয়ান সাটার বন্দুক দিয়েই বৃহস্পতিবার দুপুরে ঘরে ঢুকে দিদিকে পরপর দুটি গুলি করেছিল আরজু। সূত্রমাফিক জানা গেছে,বছর খানেক আগে বেবি দুবের স্বামী মারা যান, এরপর থেকেই সুভাষপল্লীরই বাসিন্দা সুভাষ রায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে বেবির   এই সুভাষ বেবি দেবীর স্বামী বিজয় দুবের সাথে গাড়ি চালানোর সময় সহ চালকের ভূমিকায় থাকতো। মাস দেড়েক আগে সুভাষের সাথে বেবির বিয়ে হয়। আর এরপর থেকেই সাংসারিক অশান্তি চরমে ওঠে। সুভাষের সাথে বেবি দুবের ছেলে বিক্রমের বন্ধুত্ব ছিল, তাই মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী হিসেবে মনে মনে সুভাষকে মেনে নিতে পারেনি  মহিলার বড় ছেলে বিক্রম। আর যার শেষ পরিণতি হয় বৃহস্পতিবার দুপুরে এক রক্তাত্ব অধ্যায়ের মধ্যে দিয়ে। সেইদিন দুপুরে নেশাগ্রস্থ হয়ে মামা আরজু উপাধ্যায়কে এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য বারবার উত্যক্ত করতে থাকে বিক্রম। শেষ মেশ রেগে গিয়ে দিদির সুভাষপল্লীর বাড়ীতে এসে তাকে পরপর দুটি গুলি করে পালিয়ে যায় আরজু। অভিযুক্ত আরজুকে ছেলেবেলা থেকে কার্যতঃ মানুষ করেছিল তার প্রথম পক্ষের জামাইবাবু বিজয় দুবে,দিদির দ্বিতীয় পক্ষের স্বামী সুভাষকে মন থেকে মেনে নিতে পারেনি আরজু। আর এই দুইয়ে দুইয়ে চার হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে। নিউটাউনশীপ থানার পুলিশ এখন ধৃতকে জেরা করে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে। কোথা থেকে ওয়ান সাটার বন্দুক আরজু পেল সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রমাফিক এও জানা গেছে,স্থানীয় মহিলা সমিতির নেত্রীর প্রভাব খাটিয়ে সব সম্পত্তি তার,এই দাবী খাটিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দেওয়ার কথা বলেছিল বেবি দেবী।

 

এই রাগও গুলি চালনার এই ঘটনায় কাজ করেছে বলে মনে করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার এই ক দিনে যেভাবে দ্রুততার সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের নিউটাউনশীপ থানার পুলিশ এই ঘটনার কিনারা করল তা প্রশংসার দাবী রাখে। দুর্গাপুরের বিধাননগরের বেসরকারী এক হাসপাতালে বেবি দুবে নামে গুলিবিদ্ধ ঐ মহিলার শনিবার অস্ত্রপ্রচার হওয়ার কথা।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.