Posts

Showing posts from April, 2021

দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের সমর্থনে প্রচার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজার উদ্যোগে দুর্গাপুর পশ্চিমের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শহরে। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সুকুমার নগর থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে এই প্রচার করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।  দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজা বলেন, ধর্ম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি, কিন্তু এই বাংলা তার ঘরের মেয়েকেই চাই আর নিশ্চিতভাবে উন্নয়নের সেই নিরিখে তৃণমূল কংগ্রেসই জিতবে নির্বাচনে।  দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের সমর্থনে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে ঝড় তুললেন শহর দুর্গাপুরে।

জয়ের ব্যাপারে আশাবাদী দুর্গাপুর পশ্চিমের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সন্দীপ শিকদার।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ভুমিপুত্র বলে মানুষ তাঁকে গ্রহন করেছে , অন্তত ২লক্ষ ভোট তিনি পাবেন এমনই দাবি রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী সন্দীপ শিকদারের ।  মানুষকে তিনি ভালবাসা বিলাতে এসেছেন , তাই দু হাতে উড়ন্ত চুমু ছুঁড়ে দিচ্ছেন প্রচারের সময় , এটাই তাঁর নির্বাচনের ইউএসপি । পেশায় আইন বিশেষজ্ঞ সন্দীপবাবু বড় দলগুলির সাথে পাল্লা দিয়ে বর্নাঢ্য প্রচার সারছেন ।  কিন্তু কেন তিনি ভোট পাবেন , এই প্রশ্নে তাঁর সাবলীল উত্তর , তিনি ভুমিপুত্র , পাশাপাশি তাঁর বিরূদ্ধে যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন , তাদের বিশ্বাস যোগ্যতা নেই ।কখনও অভিনব জীপ , কখনও সুসজ্জিত ট্যাবলোয় চড়ে প্রচার সারছেন । সকাল থেকে রাত পর্যন্ত চষে ফেলছেন নিজের বিধানসভা এলাকা ।  রাজ্যে যখন কোভিড আতংক জাঁকিয়ে বসেছে , তখন অন্যান্য দলগুলি প্রচুর মানুষ নিয়ে রোড শো করছে, সে সময় গুটিকয়েক মানুষ নিয়ে তিনি মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন এবং স্থানীয় ইস্যুর পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য ফিল্মসিটি,শিল্প সহ একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন ।  

নিঃশব্দে প্রচারে ঝড় তুলছেন দুর্গাপুর পশ্চিমের জনতা দল ইউনাইটেড প্রার্থী।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কিছুটা নি:শব্দেই প্রচার সারছেন জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা ।  দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের জেডিইউ প্রার্থী সঞ্জীবন বাবু সারাদিন কেটে যাচ্ছে পায়ে হেঁটে প্রচারে । সকাল থেকে রাত পর্যন্ত চরকির মত নিজের কেন্দ্রে ঘুরে যাচ্ছেন তিনি । কখনও গ্যামন কাদারোড এলাকা ,  কখনও বা অঙ্গদপুর , ওয়াড়িয়া মায়াবাজার এলাকায় সাধারন মানুষের বাড়ীতে পৌঁছে যাচ্ছেন তিনি । বাড়ী বাড়ী গিয়ে মানুষকে বোঝাচ্ছেন তিনি । তাঁর বক্তব্য , মানুষ তাকে একবার সুযোগ দিক ,  কারন অন্য যে দলের প্রার্থীরা এই কেন্দ্রে দাঁড়িয়েছে , তাদের গ্রহনযোগ্যতা সেই অর্থে নেই বলে মনে করেন জেডিইউ প্রার্থী । তিনি মনে করেন দুর্গাপুরে বিকল্প শক্তির প্রয়োজন আছে ।  প্রচারের আড়ম্বর নেই , কিন্তু আন্তরিক ভাবে ভোটারদের অন্দরমহলে পৌঁছে যাচ্ছেন এই প্রার্থী । এই কেন্দ্রে তিনিই কি শেষ হাসি হাসবেন , উত্তরের জন্য অপেক্ষা ২রা মে পর্যন্ত ।

প্রচারে বেড়িয়ে মানুষের মন জয়ের চেষ্টা করলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল নির্বাচনীয় প্রচার করেন রবিবার দুর্গাপুর ৩৭ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায়। পদযাত্রার পাশাপাশি বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি এদিন সকালে।  পদযাত্রায় কয়েকশো কর্মী-সমর্থক অংশ নেন।এদিন বিকালে ১২ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি এদিন সন্ধ্যায় ১৬ নম্বর ওয়ার্ডের ধাণ্ডাবাগ এলাকায় একটি পথসভা করেন তিনি। পথ সভায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন তিনি।

প্রচারে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রচারে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।  শনিবার সকালে অঙ্গদপুর রাতুড়িয়া গ্রামের পাশাপাশি বেনাচিতি অঞ্চলে প্রচার সাড়েন তৃণমূল প্রার্থী। বেনাচিতি বাজারের ব্যাবসায়ীদের সাথে ক্রেতাদের সাথেও এইদিন কথা বলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী,  শোনেন তাদের সুবিধা অসুবিধার কথা। যতই অপপ্রচার হোক ২রা মে তে হাসবে তৃণমূল আর তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবী দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের।

জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা জোর রাজনৈতিক টক্কর দিতে চলেছেন দুর্গাপুর পশ্চিম আসনে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা । আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ।  আগামীকাল ৮ই এপ্রিল স্কুটিনি ও ১২ই এপ্রিল প্রত্যাহার । মনোনয়ন জমা দেওয়ার পর যথেষ্ট আত্মবিশ্বাসী সঞ্জীবন হাজরা । তিনি জানালেন , মানুষ সব দলের প্রতি বীতশ্রদ্ধ , তাই তিনিই জিতবেন । স্থানীয় সমস্যা যেমন বন্ধ শিল্প ,  অনুন্নয়ন ইত্যাদি নিয়েই প্রচারে জোর দেবেন তিনি । তিনি জানান রাজ্যে মোট ৪২টি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ । কিন্তু জেডিইউ তো এনডিএর জোটে , তাহলে বিজেপির বিরূদ্ধে আপনি কেন লড়ছেন ,  এই প্রশ্নে সঞ্জীবন বাবু জানান যে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে কেউ পছন্দ করছে না , সে কারনেই তার এই লড়াই ।প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে এর আগেও বিজেপি মহিলা মোর্চার নেত্রী প্রার্থীর বিরূদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ।  প্রার্থী লক্ষন ঘোড়ুইয়ের চরিত্রের দিকে আঙ্গুল তুলে ছিলেন । গতকাল ৬ই এপ্রিল মহিলা নেত্রী চন্দ্রমল্লিকা ব্যানার্জী দুর্গাপুর পশ্চিম কেন্দ্রেই মনোনয়ন জমা দেন ।  এরপর আজ জেডিইউর পক্ষ থেকে মনোনয়ন জমা করার পর স্বভাবতই বিজেপির ভোটব্যাঙ্কে এর প্রভাব পড়বে

প্রচারে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল বুধবার দুর্গাপুর নগর নিগমের ১৪নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার সারলেন।  ঘরে ঘরে গিয়ে প্রচার সারলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। জয়ের ব্যাপারে শুধু আশাবাদী নয়, তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর পশ্চিমের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল দাবী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিনরাত এক করে উন্নয়নের কাজ করেছেন বাংলায় সেই নিরিখেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা শেষ হাসি হাসবে।

মনোনয়ন পত্র জমা দিলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।  দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে এসে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল সিটিসেন্টারে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেন।   রবিবার দুর্গাপুর নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডে বাড়ী বাড়ী ঘুরে প্রচার সাড়েন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী। এছাড়াও পনেরো নম্বর ওয়ার্ডেও প্রচার সাড়েন বিশ্বনাথ পারিয়াল।  সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী দাবী করেন এই আসনে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত।

দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =শুক্রবার সকাল হতেই দুর্গাপুর  পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৩নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল।  প্রচারের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা  করেন তিনি।এলাকার রবীন্দ্রপল্লী ও ক্যানেলপাড় এলাকায় চলে প্রচার। পদযাত্রা শেষে এদিন ২২ নম্বর ওয়ার্ডের সিটিসেন্টার এলাকায় দলের মহিলা কর্মীদের নিয়ে বৈঠক করেন বিশ্বনাথবাবু।  বিকেলে ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি ও আশীষনগরে ফের পদযাত্রা করেন। পদযাত্রার পাশাপাশি  বাড়ি বাড়ি প্রচার সারেন এদিন তিনি। এর পরেই তিনি ১২ নম্বর ওয়ার্ডে দলীয়কর্মীদের সাথে একটি বৈঠক করেন।জয়ের ব্যাপারে একশো শতাংশই আশাবাদী দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।