জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা জোর রাজনৈতিক টক্কর দিতে চলেছেন দুর্গাপুর পশ্চিম আসনে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন জনতা দল ইউনাইটেডের প্রার্থী সঞ্জীবন হাজরা । আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ । আগামীকাল ৮ই এপ্রিল স্কুটিনি ও ১২ই এপ্রিল প্রত্যাহার । মনোনয়ন জমা দেওয়ার পর যথেষ্ট আত্মবিশ্বাসী সঞ্জীবন হাজরা । তিনি জানালেন , মানুষ সব দলের প্রতি বীতশ্রদ্ধ , তাই তিনিই জিতবেন । স্থানীয় সমস্যা যেমন বন্ধ শিল্প , অনুন্নয়ন ইত্যাদি নিয়েই প্রচারে জোর দেবেন তিনি । তিনি জানান রাজ্যে মোট ৪২টি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ । কিন্তু জেডিইউ তো এনডিএর জোটে , তাহলে বিজেপির বিরূদ্ধে আপনি কেন লড়ছেন , এই প্রশ্নে সঞ্জীবন বাবু জানান যে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে কেউ পছন্দ করছে না , সে কারনেই তার এই লড়াই ।প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে এর আগেও বিজেপি মহিলা মোর্চার নেত্রী প্রার্থীর বিরূদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন । প্রার্থী লক্ষন ঘোড়ুইয়ের চরিত্রের দিকে আঙ্গুল তুলে ছিলেন । গতকাল ৬ই এপ্রিল মহিলা নেত্রী চন্দ্রমল্লিকা ব্যানার্জী দুর্গাপুর পশ্চিম কেন্দ্রেই মনোনয়ন জমা দেন । এরপর আজ জেডিইউর পক্ষ থেকে মনোনয়ন জমা করার পর স্বভাবতই বিজেপির ভোটব্যাঙ্কে এর প্রভাব পড়বে বলেই ধারনা ওয়াকিবহাল মহলের ।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.