দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.
১৯শে আগস্ট, এই দিনটি প্রতি বছর গোটা বিশ্বে পালিত হয়ে আসছে আর্ন্তজাতিক ফোটোগ্রাফি দিবস। সাদাকালো থেকে রঙিনের দুনিয়া ফোটোগ্রাফির সাথে যুক্ত কলাকুশিলবদের জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ফোটোগ্রাফি দিবসে শিল্প শহর দুর্গাপুরে সূচনা হল একটি ম্যাহজিনের।
দুর্গাপুরের ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিল্পাঞ্চলে প্রথমবার প্রকাশিত হচ্ছে এই মাসিক ম্যাগাজিনের, যার নাম এম পিক্স.কম, বুধবার মহকুমা শাসকের দপ্তরে এই ম্যাগজিনের সূচনা করেন মহকুমা শাসক অর্নিবান কোলে ও বিশিষ্ট সাংবাদিক কাঞ্চন সিদ্দিকী।আগামীদিনে বিশিষ্ট ফোটোগ্রাফারদের বিভিন্ন ছবি এই ম্যাগাজিনে দেখা যাবে বলেই আশা প্রকাশ করেন মহকুমা শাসক।
কোভিড পরিস্থিতিতে ফোটোগ্রফারদের অয়াশে থাকার বার্তা মহকুমা শাসকের।মানুষের হাতে হাতে মোবাইল, ফোটোগ্রাফিতে এখন বিপ্লব এসেছে, ফোটোগ্রাফির মধ্য দিয়েই সাধারণ মানুষের লুকিয়ে থাকা প্রতিভা অনেক সময়ে বাড়িয়ে বেড়িয়ে আসে। আগামীদিনে এই ম্যাগাজিন মানুষের।
মন জয় করবে বলে আশাবাদী বিশিষ্ট সাংবাদিক কাঞ্চন সিদ্দিকী।পথ চলা শুভ হোক, এম পিক্স.কমের। মানুষের ড্রইংরুমে পৌঁছে যাক এই ম্যাগজিন। সুন্দর কিছু ছবিতে মন ভালো হয়ে উঠুক কোভিড পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের। ক্যামেরা পেছনে থাকা প্রতিটি মানুষের জন্য রইল আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা।
Wow
ReplyDelete