পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শীতের ভোরে  ওরা ঘরে লেপ বা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে পারতো। কিন্তু না ওদের কাছে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানোটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তাই তরুণ এই ব্রিগেড সাইকেলে করেই পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে রওনা দিল আর সাথে ছিল দূষণের কবল থেকে পরিবেশকে বাঁচানোর এক অদম্য ইচ্ছে। এদের কেউ সিভিক পুলিশ কর্মী কেউ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আবার কেউ কলেজের ছাত্র, কিন্তু পরিবেশ আর পাহাড়কে দূষণের কবল থেকে মুক্ত করার ইচ্ছেটা এদের এক বাড়তি প্রেরণা দিয়েছে, তাই সেই লক্ষ্যে তরুণ এই ব্রিগেড দল যাওয়া আর ফিরে আসা মিলিয়ে প্রায় ১২০কিলোমিটার রাস্তা সাইকেলে চেপে পাহাড় আর পরিবেশকে দূষণ মুক্ত করার বার্তা দেবে পথ চলতি মানুষকে। মলয় গোপ, তরুণ ব্রিগেড দলের এক সদস্য জানালেন, শীতের মরশুম মানেই পিকনিকের মরশুম,আর পাহাড় হয় তখন পিকনিক স্পটের প্রথম পছন্দ,আর প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনার এক স্তুপের তখন জায়গা হয় পাহাড়ের কোল, আমরা সেই বার্তায় মানুষকে দিতে চায় দয়া করে প্রকৃতির এই সৌন্দয্যকে নষ্ট করবেন না, একই বার্তা দিলেন অন্যতম আরো এক সদস্য চিরঞ্জীব মাজি বললেন,কর্মজীবনের ব্যাস্ততার মাঝেও আমাদের সুস্থ থাকতে হবে, রক্ষা করতে হবে পাহাড় আর আমাদের এই পরিবেশকে তবেই বাঁচবে এই পৃথিবী, বাঁচবে প্রাণ। শীতের সকালে সাইকেল করে পরিবেশ আর পাহাড়কে বাঁচানোর লক্ষ্যে এই তরুণ ব্রিগেড যেন কড়া এক চ্যালেঞ্জ দিল দূষণ নামক দানবটাকে।

Comments

Post a Comment

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.