স্কুলের ফি বৃদ্ধি ইস্যুতে দুর্গাপুরের অভিবাবকরা সার্জিকেল স্ট্রাইকের পথে পা বাড়াল

নিউজ বেঙ্গল দুর্গাপুর=স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে এবার সার্জিকেল স্ট্রাইকের পথে হাঁটলো দুর্গাপুরের ইংৰাজী মাধ্যম স্কুলের অভিবাবকরা.

বৃহস্পতিবার এই সার্জিকেল স্ট্রাইকের রাস্তায় প্রথম টার্গেট ছিল দুর্গাপুরের পাঁচটি স্কুল.স্কুলগুলির সামনে বসে পরে বিক্ষোভে সামিল হল অভিবাবকরা.

সগরভাঙ্গা, বিধানগর ও ইস্পাত নগরীর দুটি স্কুলে বিক্ষোভে সামিল হলেন অভিবাবকরা. অভিবাবকরা জানিয়ে দিয়েছেন, যতদিন না পর্যন্ত স্কুল কর্তৃপক্ষগুলি শুধুমাত্র অন লাইন স্কুল ফি ছাড়া,অন্য টাকা নেওয়া বন্ধ না করছেন ততদিন তারা এই আন্দোলন জারি রাখবেন.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.