পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর,পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতার ইটবৃষ্টি,জখম এক পুলিশ কর্মী.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বালির ট্র্যাকের ধাক্কায় গুরুতর জখম এক মোটর বাইক আরোহী। বুধবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বিডিও মোড় এলাকা। উত্তেজিত জনতা বালির ট্রাক ভাঙচুর করতে গেলে পুলিশ বাঁধা দিলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে, ইটের আঘাতে জখম হন কোকওভেন থানার আধিকারিক, তার বা হাতে আঘাত লেগেছে। উত্তেজিত জনতা সামলাতে এরপর ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যাক্ট ফোর্স। আশঙ্কাজনক অবস্থায় ঐ মোটর বাইক আরোহীকে দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়ায়, বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.