দুর্গাপুরে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। রুট মার্চে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ও আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর,=ভোট মানেই আতঙ্ক ছিল দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত বিধাননগরের শঙ্করপুর, টেটিখোলা,আররা, রবীন্দ্রনগর সহ বেশ কিছু এলাকা। সাধারণ মানুষের মন থেকে আতঙ্কের এই সংজ্ঞাটা বদলে দিতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ আসানসোল দুর্গাপুর পুলিশ ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত, এসিপি ইস্ট অখশ্ত গর্গ সহ প্রশাসনের পদস্থ ডগিকারিকরা ছিলেন এই রুটমার্চে। সোমবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকা টহলদারির সময় প্রশাসনের পদস্থ আধিকারিকরা কথা বলেন এলাকার মানুষের সাথে, শোনেন ভোট সম্পর্কিত নানা সুবিধা অসুবিধার কথা। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী জানান, অযথা এক আতঙ্ক কাটাতে আর নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানানো হলো সাধারণ মানুষের কাছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত জানান, সংবেদনশীল বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করা হলো বার্তা একটাই ভোটকে শান্তিপূর্ণ উপায়ে শেষ করা। নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সমাদ্দারের নেতৃত্বে পুলিশ কর্মীরাও এইদিনের রুটমার্চে অংশ নিয়েছিলেন। সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়, ভোট শান্তিপূর্ণ করার আবেদন জানানো হয় রাজনৈতিক দলগুলির কাছে, প্রশাসন ও কমিশনকে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দেন রাজনৈতিক দলগুলি। সোমবার শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির পোস্টার ফ্লেক্স খুলে দেয়।

Comments

  1. কৌনো দলই নিরপেক্ষ হয়ে কাজ কোরতে দেবে না।এটাই আমাদের অভিজ্ঞতা।

    ReplyDelete
  2. কৌনো দলই নিরপেক্ষ হয়ে কাজ কোরতে দেবে না।এটাই আমাদের অভিজ্ঞতা।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.