দুর্গাপুরের পেয়ালা কালীবাড়ী মন্দিরে হল বিশ্রামাগার।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=এতদিন দুর্গাপুরের পেয়ালা কালী মন্দিরে ভক্তদের বিশ্রামের কোনো জায়গা ছিল না। গঙ্গাসাগর থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গা থেকে আসা যাওয়ার পথে পূর্ণার্থীরা রাস্তায় গাছের তলায় বিশ্রাম নিত , এমনকি এই মন্দিরে বিয়ে দিতে আসা সাধারণ মানুষের বসার জায়গা ছিল না । এই যন্ত্রণা থেকে এবার মুক্তি মিলল পূর্ণার্থীদের। আড়াই মাস আগে এই সমস্যার কথা মাথায় রেখে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ একটি প্রকল্প তৈরী করে, যার আনুমানিক খরচা ছিল প্রায় আঠাশ লক্ষ টাকার মতো। পূর্ণার্থী আর সাধারণ মানুষের স্বার্থে বৃহস্পতিবার এই বিশ্রামাগারের উদ্বোধন হল। পেয়ালা কালী মন্দিরের ঠিক সামনেই এই বিশ্রামাগারের উদ্বোধন করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, শুধু এই বিশ্রামাগার নয়, পরবর্তী পর্যায়ে সুন্দর একটি শৌচালয় সাথে গোটা এই বিশ্রামাগারকে আরো সুন্দর ভাবে তৈরী করা হবে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.