নির্ভয়ে ভোট দিন শহরবাসীর কাছে বার্তা আসানসোল দুর্গাপুর পুলিশের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=অহেতুক আতঙ্কিত হবেন না, ভোট দিন,কেউ ভয় দেখালে পুলিশকে জানান। বুধবার শহর জুড়ে এই বার্তা দিল আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। এইদিন দুর্গাপুরেই নিউটাউনশীপ থানার পুলিশ জেমুয়া গ্রামের বিভিন্ন প্রান্তে টহল দিল,  আসানসোল দুর্গাপুর পুলিশের               এ. সি. পি কাঁকসা অক্সত গর্গের নেতৃত্বে এইদিন শুধু জেমুয়া গ্রাম নয়, শহরের নানা প্রান্তে নাকা চেকিং হয়। কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা খতিয়ে দেখতে জেমুয়া ভাদুবালা স্কুলে যান আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা, ঘুরে দেখেন স্কুলের ক্লাস রুম, খোঁজ নেন স্কুলের পরিকাঠামো দিকের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে। আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধারাবাহিক ভাবে এই ধরণের টহল চলবে। এইদিন সাধারণ মানুষের কাছে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় সামনেই ভোট, ভয় না পেয়ে ভোট দিন, আসানসোল দুর্গাপুর পুলিশ আপনাদের সাথেই রয়েছে। পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ, তাদের বক্তব্য, ভোটে রক্তপাত বন্ধ হোক, মানুষ তার ইচ্ছেমতো তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.