প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লেক্স পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। তরজা বিজেপি তৃণমূলের, ঘটনাস্থলে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লেক্স পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের কাঁকসার হাটতলা এলাকার এই ঘটনাতে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়লো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। বিজেপির বর্ধমান সদর জেলার সহ সভাপতি রমন শর্মার অভিযোগ, এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে ,আর পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল এই কাজ করছে বলেও অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এনেছেন তৃণমূল নেতৃত্ব, দলের নেতা দেবদাস বক্সীর অভিযোগ, প্রচারের আলোতে আসতে বিজেপি এই কাজ করে তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপাচ্ছে। বৃহস্পতিবার সকালে কাঁকসা থানা থেকে ঢিল ছোড়া দুরুত্বে হাটতলা এলাকায় নরেন্দ্র মোদীর পুড়ে যাওয়া ফ্লেক্স দেখতে পেয়ে বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন, খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, শান্ত করে উত্তেজিত বিজেপি কর্মীদের। তবে এই ইস্যুতে যদি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ যদি না নেন তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে এই ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে কাঁকসা এলাকায়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.