সান্তা সেজে দুর্গাপুর জিআরপি কর্মীরা অসহায় মানুষের পাশে থাকার বার্তা দিলেন।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ছোট্ট লাজমন্তি রতনদের জানা নেই কে সান্তা? স্নেহময়ী মায়ের আদুরে গলা এদের কখনো বলেনি “বাবা ঘুমিয়ে যাও, কাল সকালে দেখবে সান্তা তোমাকে উপহার দিয়ে চলে গেছে”। সান্তা নয়,ছোট্ট রতন, লাজমন্তীরা রাতে ঘুমোতে যায় সকালে পেট পুরে খেতে পারবে কিনা সেই চিন্তা নিয়ে। বুধবার বছরের শেষদিনটা তাই ছোট্ট রতন আর লাজমন্তীদের কাছে ছিল যেন আনন্দের এক জোয়ারে ভেসে যাওয়ার দিন।, আর সৌজন্যে ছিল দুর্গাপুর জিআরপি। সকাল সকাল রতন লাজমন্তিরা হাজির হয়ে গিয়েছিল দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে, এরা চিনতো না কে এই সান্তা, আর কি বা থাকবে সান্তার উপহারের ডালিতে। অনুপ বাগদি নামে সান্তাবেশী এক জিআরপি কর্মী যখন হাজির দুর্গাপুর স্টেশনে,কাঁধে থাকা ঝুলি থেকে বের করছেন একের পর এক উপহার তখন ছোট্ট রতন আর লাজমন্তীরা বুঝতে পারলো কে এই সান্তা। নতুন বস্ত্র, লুচি ডিম তরকারি সাথে নতুন বস্ত্র সবকিছু পেয়ে যেন এরা আজ আত্মহারা। পেট পুরে খেতে পাওয়াটা আজ এদের কাছে বড় উপহার, কারণ অভাবের দানবটা যে এদের খুব জ্বালাতন করে, খিদের যন্ত্রনা এদের সব হাসি কেড়ে নেয়। দুর্গাপুর জিআরপির সান্তা বেশে অভিনব সামাজিক এক দায়দ্ধতার কাজে খুশী ইউনিটের কর্মীরা। দুর্গাপুর জিআরপির আধিকারিক রফিকুল ইসলাম জানালেন, অসহায় গরীব মানুষকে কম্বল,শাড়ি, আর এদের দুটি খেতে দিতে পেরে আমরা বেশ খুশী,আর হারিয়ে যাওয়া এই শিশুদের মুখে হাসি ফোঁটাতে সান্তা সেজে জিআরপি কর্মীরা খুব ছোটো একটা চেষ্টা করেছে যাতে করে নতুন বছরের আলোর এক দিশার পথে তারা এগোতে পারে। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুশী ছোট্ট রতন আর লাজমন্তীরা, বৃহস্পতিবার পরিচয় হল সান্তার সাথে, এখন এক সান্তার কাছে এদের এক আকুল প্রার্থনা লুচি তরকারি মিষ্টি ডিম চায়না আমরা,শুধু পেট পুরে দুই বেলা খেতে দেবে সান্তা? তোমার এই উপহার আমাদের পেটের খিদের জ্বালা মেটাবে যে, খুব যে খিদে পায়,পেট পুরে খেতে পায়না প্রতিদিন।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.