অভিযান চালিয়ে দুর্গাপুরে বেশ কয়েকটি বেআইনী হুক্কাবার বন্ধ করে দিল দুর্গাপুর নগর নিগম।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে রমরমিয়ে চলছিল বেআইনী হুক্কাবার। বাদ যায়নি ঝাঁ চকচকে শপিং মলের ভেতরে থাকা একটি হুক্কাবারও। যেখানে মায়াবী রাতে রঙিন নেশায় মেতে উঠতো উঠতি যুবক যুবতীরা। শুক্রবার নেশার এই মায়াবী হাতছানির রমরমা কারবার বন্ধে অভিযানে নামল দুর্গাপুর নগর নিগম। মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় এই অভিযানে নেতৃত্ব দেন। বেঙ্গল অম্বুজার বেশ কয়েকটি হুক্কাবারের সাথে নগর নিগম অভিযান চালায় সিটিসেন্টারের গান্ধীমোড়ের কাছে থাকা একটি শপিং মলে ককটেল নামে একটি হুক্কবারে। মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, কোনোরকম অনুমতি ছাড়া পুলিশ আর পুরসভাকে অন্ধকারে রেখে এই বেআইনী হুক্কাবার গুলি চলছিল, যাদের না আছে হুক্কাবার চালানোর বৈধ লাইসেন্স না আছে অন্য সব নথি, অবিলম্বে এই বেআইনী হুক্কাবারগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুর নগর নিগমের তরফে। শুধু যে হুক্কাবার চলতো  এগুলিতে তা নয় হুক্কবারের অন্তরালে চলতো ড্যান্স ফ্লোর, যেখানে চলতো ভিন্ন স্বাদের হুক্কার সুখটানের পাশাপাশি উদ্দাম নৃত্যের, অন্ততঃ এমনটাই অভিযোগ শহরবাসীর। দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, এইসব বেআইনী হুক্কাবার গুলির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে, কোনোভাবেই অসামাজিক কোনো কাজকে মদত দেবেনা দুর্গাপুর নগর নিগম। এখন দেখার বিষয় শহরের পুর ও পুলিশ প্রশাসন কোন পথে বেআইনী এই কারবারের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে পারে এই সমাজকে।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.