কেন্দ্রীয় শ্রম আইনের প্রতিবাদে দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের নুতন শ্রম আইন শ্রমিক বিরোধী, তাই অবিলম্বে এই শ্রম আইন প্রত্যাহার করতে হবে। বুধবার এই দাবীকে সামনে রেখে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হল বিএমএস অনুমোদিত দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের কর্মী সমর্থকরা। দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের সাধারণ সম্পাদক মৃন্ময় ব্যানার্জী জানান, যে শ্রম আইন আসতে চলেছে তাতে শ্রমিক স্বার্থ ক্ষুন্ন হবে তাই অবিলম্বে সরকার যদি এই শ্রম আইন প্রত্যাহার না করে খুব তাড়াতাড়ি আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবেন। বিএমএসের পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি অরূপ রায় সহ আরো অনেক নেতৃবৃন্দ বুধবারের এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। 

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.