কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, দুর্গাপুরে ঔষধ কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভ স্থানীয় ও মৃত কর্মীদের পোষ্যদের.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মৃত কর্মীদের পোষ্যদের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে. এই অভিযোগ এনে শুক্রবার অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে একটি ঔষুধ প্রস্তুতকারক কারখানার গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হল স্থানীয়রা,

আন্দোলনে সামিল হলেন কারখানায় কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের স্ত্রী ও সন্তানরা. অভিযোগ, কারখানায় কর্মরত অবস্থায় মারা গেছেন এমন কর্মীর সংখ্যা আট, অথচ বছরের পর পেড়িয়ে গেলেও কর্তৃপক্ষ তাদের পোষ্যদের চাকরি দেব দেব করে আর দিচ্ছে না,

অথচ বর্তমানে কর্মরত কিছু কর্মীর উত্তরাধিকারীদের নিয়ম ভেঙে চাকরি দেওয়ার কথা চলছে এটা তারা মেনে নেবেন না. স্থানীয় আর মৃত কর্মীদের পোষ্যদের এই আন্দোলনের জেরে কারখানার বাইরে আটকে পড়েন বি=শিফটের কর্মীরা.আন্দোলনকারীদের দাবী ছিল যতক্ষণ না কর্তৃপক্ষ তাদের সাথে কথা না বলছেন ততক্ষন তারা গেটের সামনে সামনে বসে থাকবেন, ঢুকতে দেবেন না কর্মীদের. শুক্রবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই আন্দোলনের যবনিকা পড়ে দুপুর বারোটা নাগাদ,

কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন শুক্রবার বিকেলে তারা স্থানীয়দের সাথে বসবেন, এরপরই গেটের সামনে থেকে প্রত্যাহার করে নেওয়া হয় আন্দোলন. কারখানা কর্তৃপক্ষ কোনোরকম কথা বলতে রাজী না হলেও স্থানীয় বাসিন্দা ও কারখানার মৃত কর্মীর পোষ্যরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি হলে তারা ফের আন্দোলনের পথেই হাঁটবেন.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.