সামাজিক সুরক্ষা যোজনার সংগ্রহকারী কর্মীরা কাজ হারিয়ে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর কাছে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা চালু করে. যেখানে সরকার দিত তিরিশ টাকা আর শ্রমিক দিত পঁচিশ টাকা.আর এই টাকাটা সংগ্রহ করতো কিছু মানুষ,যারা এর বিনিময়ে দুই টাকা করে কমিশন পেত. 2019সালে রাজ্য সরকার ঘোষণা করে দেয় শ্রমিককে কোনো টাকাই দিতে হবে না,

আর এর ফলে দুই টাকা করে যে কমিশন এই মানুষজন পেত তা পুরোপুরি বন্ধ হয়ে যায় কাজ হারায় গোটা রাজ্যে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ, দুর্গাপুরের সংখ্যাটা প্রায় নব্বই জন. এবার কাজ হারিয়ে এই কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন.শুক্রবার দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলের কাছে লিখিত আকারে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন অসহায় এই কর্মীরা. কর্মীদের তরফে নিশীথ চ্যাটার্জী জানান, একেই লকডাউনের ছোবল আর অন্যদিকে সরকারের সিদ্ধান্তের জেরে কাজ হারানো,এই দুইয়ের মাঝে পড়ে তারা দিশেহারা, বুঝে উঠতে পারছেন না কিভাবে চলবে সংসার,তাই বাধ্য হয়ে দুর্গাপুরের মহকুমা শাসক,

ও শ্রম দফতরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানো হল, হয় কাজের নিচ্ছিত একটা বন্দোবস্ত করা হোক তাদের জন্য,নচেৎ স্বেচ্ছা মৃত্যুর পথে এগোতে হবে তাদের.সরকার তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে এই রাজ্যে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী স্বেচ্ছা মৃত্যুর পথে এগিয়ে যাবে বলে কর্মীদের তরফে নিশীথ চ্যাটার্জী জানান.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.