টানা দশ ঘন্টা পর বাড়তি ফি প্রত্যাহারের দাবীতে অভিবাবকদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হল.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=টানা দশ ঘন্টারও বেশী আটকে থাকার পর শেষ পর্যন্ত প্রশাসনিক আশ্বাসে ঘেরাও মুক্ত হলেন দুর্গাপুর ইস্পাত নগরীর এক বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুলের অধ্যক্ষা.
ঠিক হয়েছে সামনের মাসের চার তারিখ দুর্গাপুর মহকুমা প্রশাসনের আধিকারিক, স্কুল কর্তৃপক্ষ ও অভিবাবকরা ত্রিপাক্ষিক বৈঠকে বসবে এরপরই সমস্যার জট খোলার প্রশ্নে রফাসূত্র বের করা হবে. বৃহস্পতিবার সকাল থেকে শুধু অনলাইন ফি ছাড়া বাড়তি ফি প্রত্যাহারের দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে বেসরকারী ঐ ইংরাজী মাধ্যম স্কুলের গেটে অবস্থান বিক্ষোভে বসেন অভিবাবকরা.
স্কুল কর্তৃপক্ষ অভিবাবকদের দাবী না মানায় আন্দোলনকে আরো জোরদার করেন অভিবাবকরা. যতক্ষণ না পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ দাবী না মানছেন ততক্ষন এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জারি রাখার কথা ঘোষণা করে দেন আন্দোলনকারীরা. পরিস্থিতি সামাল দিতে স্কুলের সামনে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী, নামে মহিলা পুলিশও.
ঘটনাস্থলে এরপর আসেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাস, এরপর ঠিক হয় সামনের মাসে চার তারিখে ত্রিপাক্ষিক বৈঠকে বসবে প্রশাসন এরপর সব কথা শোনা হবে, ঠিক হয় পনেরোই অগাস্ট পর্যন্ত যে ফি দেওয়ার শেষ দিন ছিল সেই ফি কেউ দিতে না পারলে কোনোরকম জরিমানা তাদের করা যাবেনা.
এরপরই প্রত্যাহার করে নেওয়া হয় ডি. এ. ভি স্কুলের অভিবাবকদের আন্দোলন, তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি ভঙ্গ যদি ফের হয় তাহলে আরো বড় আন্দোলনে তারা নামবেন.
Comments
Post a Comment