করোনা সংক্রমণ এড়াতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হল ৱ্যাপিড আন্টিজেন টেস্ট. মাত্র পনেরো মিনিটেই মিলবে রুগীর নমুনা পরীক্ষার রিপোর্ট.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনা মোকাবিলায় এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৱ্যাপিড আন্টিজেন কিড টেস্ট শুরু হল.মাত্র পনেরো মিনিটের মধ্যেই জানতে পারা যাবে রুগী করোনা ভাইরাসের বাহক কিনা.আগে রুগী মারণ ভাইরাসের পজিটিভ বাহক কিনা মলানদীঘির বিশেষ করোনা হাসপাতাল থেকে সেই রিপোর্ট আসতে এক থেকে দুই সপ্তাহর মতো সময় লাগতো,

নুতন এই প্রদ্ধতিতে মাত্র পনেরো মিনিটেই মিলবে নমুনা পরীক্ষার রিপোর্ট.মারণ ভাইরাসের থাবা গ্রাস করে বসেছিল গোটা সরকারী হাসপাতালকে. কোনো রুগী জ্বর সহ প্রাথমিক কিছু লক্ষণ নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকদের কোনো উপায় ছিল না এটা আদপে করোনা সংক্রমণ না অন্য কোনো কিছু,

কোনোরকম পরীক্ষা ছাড়াই চিকিৎসকরা বাধ্য হয়ে ঐ রুগীকে হাসপাতালে ভর্তি করে নিত, এতে বাড়তো মারণ ভাইরাসের সংক্রমনের আশঙ্কা. দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রজিৎ মাজি জানিয়েছেন, ৱ্যাপিড আন্টিজেন কিড টেস্ট চালু হওযায় অনেক সুবিধা পাওয়া যাবে,

রিপোর্ট পজিটিভ এলে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে, অর্থাৎ ওয়ার্ড বন্ধ করে দেওয়া অথবা অন্য ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ডকে সংযুক্ত করে দেওয়ার ঝুঁকি থাকছে না,

ফলে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পাবে.পজিটিভ না নেগেটিভ একজন রুগীর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার জন্য এতদিন মলানদীঘির বিশেষ কোভিড হাসপাতালের ওপর নির্ভর করে বসে থাকতে হতো,রিপোর্ট আসতে সপ্তাহখানেক অথবা তারও কিছু বেশী সময় লেগে যেত, যার দরুন হাসপাতালে ভর্তি হওয়া রুগী ও তার আশপাশে থাকা ওয়ার্ডের রুগীরা,চিকিৎসকরা, নার্স, গ্রুপ ডি কর্মী সবার মধ্যে সংক্রমনের আশঙ্কাটা রয়েই যেত, নুতন এই প্রদ্ধতিতে রুগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসা মাত্রই পনেরো মিনিটের মধ্যেই জানা যাবে এই রুগীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ না নেগেটিভ.

ৱ্যাপিড আন্টিজেন টেস্টের সুবিধাকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও শুরু করে দেওয়া হবে বলে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর ইন্দ্রজিৎ মাজি জানিয়েছেন.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.