কেন বিদ্যুৎ বিল মেটানো সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল. এই প্রশ্ন তুলে দুর্গাপুরে স্টেট ডায়েরির আবাসিকরা মিল্ক কমিশনারের গাড়ি আটকে রেখে বিক্ষোভে সামিল হল.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বিল মেটানো সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দুর্গাপুরের স্টেট ডায়েরি টাউনশীপে এই অভিযোগে মঙ্গলবার মিল্ক কমিশনারকে আটকে রেখে বিক্ষোভ আবাসিকদের.

তাদের অভিযোগ, মাদার ডায়েরি কর্তৃপক্ষের বিদ্যুৎ বিল বাকি আর যার ভোগান্তি তাদেরকে ভুগতে হচ্ছে. অবিলম্বে বিদ্যুৎ সংযোগ জুড়তে হবে এই দাবী জানিয়ে সগরভাঙার কাছে স্টেট ডায়েরি টাউনশীপের ভেতর পরিদর্শন চলাকালীন হটাৎই স্টেট ডায়েরি মিল্ক কমিশনার কদম সিনহার গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় স্টেট ডায়েরি আবাসিকরা.এরপর স্টেট ডায়েরি ইউনিটের সামনে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ. তবে নজিরবিহীনভাবে মিল্ক কমিশনারের গাড়ি আটকে রেখে আবাসিকদের বিক্ষোভ দেখানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়. পরিস্থিতি সামাল দিতে আসেন, মাদার ডায়েরির ম্যানেজিং ডাইরেক্টর সুস্মিতা ব্যানার্জী.

উল্লেখ্য এই বকেয়া বিল না মেটানোয় মাদার ডায়েরির উৎপাদনও বন্ধ হয়ে রয়েছে. পুরো ঘটনা খতিয়ে দেখে সমস্যার জট খোলার চেষ্টা করা হচ্ছে এই আশ্বাস পাওয়ার প্রায় আধ ঘন্টা পর মিল্ক কমিশনার ঘেরাও মুক্ত হন.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.