দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে.



নিউজ বেঙ্গল দুর্গাপুর=দিনে দুপুরে চিকিৎসকের বাড়ীতে দুঃসাহসিক ডাকাতি. বেঙ্গল অম্বুজার একটি বাড়ীতে এই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে. দুপুর তিনটে নাগাদ জনা তিন দুষ্কৃতী মাস্ক পরে এই বাড়ীতে আসে. কলিং বেল বাজানোর পর চিকিৎসক দরজা খোলা মাত্রই দুষ্কৃতী দল ঘরের ভেতরে ঢুকে চিকিৎসককে জাপ্টে ধরে ফেলে দেয়, চিকিৎসকের স্ত্রী দুষ্কৃতীদের অপকর্মে  বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, মাথায় ও গলায় গুরুতর জখম অবস্থায় এক বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়.

দুষ্কৃতীরা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা ও এক ভরির মতো সোনার গহনা নিয়ে পালিয়ে যায়. পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে. আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, পুলিশ তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে বলে আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক জানিয়েছেন.

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.